Happy New Year 2022: Wishing your loved ones a Happy New Year with these messages

Happy New Year 2022: প্রিয়জনকে নতুন বছরের শুভেচ্ছা জানান এইসব বার্তার মাধ্যমে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আর কয়েক ঘণ্টা পরেই নতুন বছর (New Year) শুরু হবে। গোটা বিশ্বের একটি গুরুত্বপূর্ণ উৎসব হল এই নিউ ইয়ার। সকলেই মুখিয়ে থাকেন এই উৎসবের (Festivals) দিকে। পিকনিক, পার্টি, হ্যাং আউট, খাওয়া -দাওয়া, আড্ডা সহ রকমারি সেলিব্রেশনের (Celebration) মাধ্যমে সকলে আহ্বান জানান নতুন বছরের।  শুভেচ্ছা বার্তা দেওয়া তো এই ইন্টারনেটের যুগে আটকে থাকে না। তাই দেখে হোয়াটস অ্যাপ, ফেসবুক, ইন্সটাগ্রাম কিংবা অন্যান্য সোস্যাল মিডিয়ায়, এই নিউ ইয়ারে কী ভার্চুয়াল শুভেচ্ছা বার্তা (New Year Wishes) শেয়ার করতে পারেন আপনি।

* নতুন সকাল, নতুন দিন, নতুন করে শুরু হোক সব। হ্যাপি নিউ ইয়ার ২০২২!

* নববর্ষে নবরূপ রাঙিয়ে দিক প্রতিটি মুহূর্ত। সুন্দর সমৃদ্ধ হোক আগামীর দিনগুলো। নিউ ইয়ারের শুভেচ্ছা সকলকে।

* পুরনো সব স্মৃতি করে ফেল ইতি, পুরনো সব কষ্ট করে ফেল নষ্ট, পুরনো সব বেদনা আর মনে রেখ না। নতুন বছরের শুভেচ্ছা তোমায় ও তোমার পরিবারের সকলকে।

আরও পড়ুন: BGIM Restrictions-১৮ বছরের নীচে খেলায় একগুচ্ছ কড়া নিয়ম,সঙ্গে দোসর অ্যান্টি অ্যাডিকশন ফিচার্স

* নতুন সূর্য, নতুন গান।

নতুন সুর, নতুন প্রাণ।

নতুন ঊষার নতুন আলো।

নতুন বছর কাটুক ভালো।

কাটুক বিষাদ আসুক হর্ষ।

শুভ হোক নববর্ষ।

* আর একটি বছর আনন্দ-উৎসাহে ভরপুর স্মৃতিতে কেটে গেল। তুমি আমার বছর সুন্দর করে গড়ে তুলেছিলে। কামনা করি ২০২২-এও এমনই কাটবে। তুমি আমার পাশে থাকলে প্রতি মিনিট অভিনবত্বে ভরে থাকে। কামনা করি এই বছরও তোমার মতোই অসাধারণ কাটবে।

* সব খারাপ স্মৃতিকে পুরনো দুঃখ হিসেবে ভুলে যাও। নতুন বছর শুরু কর, নতুন আশা আর প্রতিজ্ঞা নিয়ে। হ্যাপি নিউ ইয়ার ২০২২!

আরও পড়ুন: Vivo S12 And Vivo S12 Pro: মিডিয়াটেক প্রসেসর ও ১০৮ MP ক্যামেরা! দাম ও ফিচার্স জেনে নিন

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest