48MP ক্যামেরা এবং 5000mAh ব্যাটারি… লঞ্চ করল Realme Narzo 30, জানুন দাম ও অন্যান্য স্পেসিফিকেশন

Realme Narzo 30 ফোনে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অবশেষে Realme তার Narzo 30 স্মার্টফোন হাজির করে দিয়েছে। Realme Narzo 30 ফোনের গ্লোবাল লঞ্চ মালয়েশিয়ায় করা হয়েছে। বলে দি যে সংস্থাটি প্রায় এক মাস আগে Realme Narzo 30 হ্যান্ডসেট লঞ্চ করেছিল। নারজো 30 ফোনের বিশেষত্ব হল যে এতে একটি বড় 90Hz ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G95 প্রসেসর, 48 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে।

REALME NARZO 30 দাম

রিয়েলমি নারজো 30 বাজারে 799 RM (ভারতীয় টাকায় প্রায় 14,200 টাকা) -এ লঞ্চ করা হয়েছে।

আরও পড়ুন: হাতে পড়ে আর মাত্র কয়েকদিন, মে মাসেই বদলে যাচ্ছে WhatsApp-এর প্রাইভেসি নীতি

REALME NARZO 30 স্পেসিফিকেশন

Realme Narzo 30 ফোনে 6.5 ইঞ্চি FHD+ LCD ডিসপ্লে দেওয়া হয়েছে, যার রিফ্রেশ রেট 90Hz। এছাড়া ফোনে Narzo 20 এর তুলনায় এটি অনেক পরিবর্তন করা হয়েছে। Realme Narzo 30 স্মার্টফোন MediaTek Helio G85 চিপসেট এর সাথে হাজির করা হবে। তবে Narzo 30 Pro স্মার্টফোন Dimensity 800U চিপসেট এর সাথে আনা হবে। এমনটি বলা হচ্ছে যে এই ফোন 6GB পর্যন্ত RAM এবং 128GB পর্যন্ত স্টোরেজ এর সাথে চালু করা হবে।

ক্যামেরার কথা বললে ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকবে। এর প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেল হবে। দ্বিতীয়টি হবে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। তৃতীয়টি হবে 2 মেগাপিক্সেল B&W সেন্সর। ফোনে একটি 16-মেগাপিক্সেল ফ্রন্ট সেন্সর থাকবে। এটিতে 5000mAh ব্যাটারি রয়েছে। এটি Realme UI 2.0 এর ভিত্তিতে অ্যান্ড্রয়েড 11 এ কাজ করে। এতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। এটি USB টাইপ-C পোর্ট এবং 3.5mm অডিও জ্যাকের মতো কানেক্টিভিটি ফিচার দবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: Battlegrounds Mobile India-র প্রি-রেজিস্ট্রেশন আজ থেকে শুরু, জেনে নিন কীভাবে করবেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest