আপাতত বোর্ড প্রেসিডেন্ট থাকছেন সৌরভই, পদ নিয়ে পরবর্তী শুনানি জানুয়ারিতে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদ শেষ হয়েছে বেশ কিছুদিন আগেই। যদিও বোর্ডের মসনদে থেকে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবারই শীর্ষ আদালতে সৌরভের ভবিষ্যৎ নির্ধারিত হওয়ার কথা ছিল। সেই শুনানি পিছিয়ে যাওয়ায় আরও কিছুদিনের জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের সিংহাসনে থেকে গেলেন মহারাজ।

বিসিসিআই দেশের সর্বোচ্চ আদালতে লোঢা কমিটির সুপারিশে কিছু সংশোধনী আনতে চেয়ে আর্জি জানিয়েছিল। তার মধ্যে সৌরভ, জয়ের মেয়াদ বাড়ানোর আবেদনও ছিল। বোর্ডের এখনকার সংবিধান অনুসারে বোর্ড বা অনুমোদিত রাজ্য সংস্থায় টানা ৬ বছর পদে থাকার পর ৩ বছরের জন্য কুলিং-অফে যেতেই হবে সেই পদাধিকারীকে। সৌরভদের মেয়াদ সেই হিসেবে শেষ হয়ে গিয়েছিল। সেই কারণেই আবেদন জানানো হয়েছিল। যাতে সৌরভ-জয়রা কাজ চালিয়ে যেতে পারেন প্রেসিডেন্ট ও সচিব পদে।

আরও পড়ুন: প্রথম ভারতীয় হিসেবে এফ-২ রেস জিতে তেরঙা ওড়ালেন জেহান

জানুয়ারির তৃতীয় সপ্তাহে এই ব্যাপারে শুনানি হবে সুপ্রিম কোর্টে। আপাতত সৌরভরাই থাকছেন বোর্ডের দায়িত্বে। ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সাধারণ সভাতেও বোর্ড প্রেসিডেন্ট হিসেবে উপস্থিত থাকছেন সৌরভ।

প্রসঙ্গত,  ২০১৯ সালের অক্টোবরে বোর্ড প্রেসিডেন্ট হন সৌরভ। তার আগে ২০১৪ সালে CAB-তে যুগ্ম সচিব হয়েছিলেন সৌরভ। পরে CAB প্রেসিডেন্টও হন। টানা ক্রিকেট প্রশাসনে রয়েছেন সৌরভ। আর ২০১৩ সালে গুজরাত ক্রিকেট সংস্থায় যুগ্ম সচিব হয়েছিলেন জয়। তারপর ২০১৯ সালের অক্টোবরে সৌরভের সঙ্গেই সচিব হিসাবে বোর্ডে আসেন। বোর্ড ও রাজ্য সংস্থা মিলে দু’জনেই ৬ বছরের বেশি পদে রয়েছেন।

আরও পড়ুন: ৩৫ বছর বয়সেই ক্রিকেটকে বিদায় জানালেন পার্থিব প্যাটেল, প্রশংসায় ভরিয়ে দিলেন তাঁর প্রথম ক্যাপ্টেন সৌরভ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest