শ্রীলঙ্কা সফরে ভারতের অধিনায়ক শিখর ধাওয়ান, সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শ্রীলঙ্কা সফরের জন্য নিজের পছন্দের ভারতীয় দল বেছে নিলেন ক্রিকেট বিশেষজ্ঞ ও ভারতের প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া। নিজের পছন্দের ভারতীয় দলের দায়িত্ব তিনি তুলে দিয়েছেন শিখর ধাওয়ানের কাঁধে। হার্দিক পান্ডিয়াকে দলের সহ-অধিনায়ক হিসাবে রেখেছেন। শ্রেয়স আইয়ার, পৃথ্বী শকে শ্রীলঙ্কাতে দেখতে চান তিনি। কুলদীপ যাদবকে নিজের দলে জায়গা দেননি আকাশ চোপড়া।

আরও পড়ুন : মহম্মদ সালাহকে দেখার পর লিভারপুলে কমেছে জাতিবিদ্বেষ, ইসলামভীতি!

চলতি বছরের ১৩ই জুলাই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ শুরু করবে ভারত। সেই সময় যেহেতু বিরাট কোহলিরা ইংল্যান্ডে ব্যস্ত তাকবেন তাই দ্বিতীয় দল শ্রীলঙ্কায় পাঠাবে বিসিসিআই। তিনটি একদিনের ম্যাচের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। শ্রীলঙ্কা সফরের জন্য এখনও পর্যন্ত দল ঘোষণা করেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে ক্রিকেট বিশেষজ্ঞরা নিজেদের দল তৈরি করছেন। সেই কারণেই নিজের দল তৈরি ফেললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞ আকাশ চোপড়া।

শিখর ধাওয়ানের সঙ্গে দলের দ্বিতীয় ওপেনার হিসাবে আকাশ চোপড়া বেছে নিয়েছেন পৃথ্বী শকে। যদি শ্রেয়স আইয়ারকে পাওয়া যায় সেক্ষেত্রে তাঁকেও নিজের দলে দেখতে রাখতে চান আকাশ। সূর্যকুমার যাদব ও ইশান কিষানকেও নিজের পছন্দের দলে রেখেছেন। দলের লোয়ার মিডিল অর্ডারের দায়িত্ব দিয়েছেন হার্দিক পান্ডিয়াকে। হার্দিককে তিনি দলের সহ-অধিনায়ক হিসাবে দেখতে চান। এরপর তিনি দলে ক্রুনাল পান্ডিয়াকে আনতে চান। বোলার হিসাবে তিনি দীপক চাহার, ভুবনেশ্বর কুমার ও নাভদীপ সাইনিকে দেখতে চান। স্পিনের দায়িত্ব তিনি যুজবেন্দ্র চাহাল, রাহুল চাহার ও বরুণ চক্রবর্তীর হাতে তুলে দিতে চেয়েছেন। যদি টি. নটরাজন ফিট হয়ে যান তাহলে তাঁকেও দলে দেখতে চান আকাশ। প্রসিধ কৃষ্ণাকেও নিজের দলে জায়গা দিয়েছেন। সঞ্জু স্যামসন এবং দীপক হুডাকে রিজার্ভ ব্যাটসম্যান হিসাবে নিজের দলে রেখেছেন আকাশ চোপড়া।

আরও পড়ুন : ‘ছোট ভাই’ রাজীবের বিলম্বিত ‘বোধদয়কে’ স্বাগত ফিরহাদের, তবে কি এবার ঘাসফুলে ফেরা ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest