UEFA Champions League: শ্রেষ্ঠত্বের মুকুট জিততে মুখোমুখি চেলসি-ম্যান সিটি

আসুন এক নজরে দেখে নেওয়া যাক ফাইনালের আগে দুই দলের কোনটি কোথায় দাঁড়িয়ে...
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার জন্য বহু বাধার সম্মুখীন হতে হয়েছিল বিশ্বের অন্যতম সেরা ফুটবল টুর্নামেন্ট উয়েফা চ্যাম্পিয়ন্স লিগকে। টানা এক বছরের লড়াই শেষে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল মাঠে বল গড়াতে চলেছে। ইউরোপ সেরা হওয়ার মঞ্চের শিরোপা নির্ধারণকারি ম্যাচে শনিবার রাতে পর্তুগালের এস্তাদিও দ্রো দ্রাগাও স্টেডিয়ামে ম্যাঞ্চেস্টার সিটির মুখোমুখি হবে চেলসি।

এ নিয়ে তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগে অল ইংলিশ ফাইনাল দেখবে ফুটবল বিশ্ব। এর আগে ২০০৮ সালে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড-চেলসি এবং ২০১৯ সালে শিরোপাজয়ী লিভারপুলের বিপেক্ষ মাঠে নেমেছিল টটেনহ্যাম।

ইউরো মঞ্চে সিটির সামনে প্রথম শিরোপার হাতছানি। টুর্নামেন্টের ৬৬ বছরের ইতিহাসে এবারই প্রথম ফাইনালে উঠেছে পেপ গার্দিওলার শিষ্যরা। পুরো মৌসুমে দারুণ দাপট দেখাচ্ছে পেপ গার্দিওলার ম্যানসিটি। বেশ কয়েকটি রেকর্ড গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ, ইপিএলের পাশাপাশি ইএফএল কাপের শিরোপাও ঘরে তুলেছে তারা। সেই সুযোগে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও ঘরে তুলতে চায় তারা।

অন্যদিকে তৃতীয়বার ফাইনালে ওঠা চেলসির দৃষ্টিসীমায় দ্বিতীয় চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ২০১২ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখকে টাইব্রেকারে হারিয়ে ব্লুজরা তাদের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছিল। সবশেষ দুইবারের সাক্ষাতে একক আধিপত্য বিস্তার করেছে চেলসি। গত ১৭ এপ্রিল এফএ কাপের ফাইনালের পর ৮ মে ইংলিশ প্রিমিয়ার লিগেও সিটিকে হারিয়েছে চেলসি। এই দুই ম্যাচের পারফরম্যান্স ফাইনালের আগে আত্মবিশ্বাস জোগাবে চেলসির ফুটবলারদের।

আরও পড়ুন: আটে ভারত, অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ইংল্যান্ডকে টপকে সিংহাসনে বাংলাদেশ

আসুন এক নজরে দেখে নেওয়া যাক ফাইনালের আগে দুই দলের কোনটি কোথায় দাঁড়িয়ে-

* ম্যানচেস্টার সিটির এবারই প্রথমবারের মতো চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা হাতে তোলার সুযোগ। ১৯৭০ সালে ইউরোপিয়ান কাপ জয়ই এখন পর্যন্ত তাদের একমাত্র মহাদেশীয় ট্রফি।

* টানা দুই মৌসুমে দুটি আলাদা ক্লাবকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তোলা প্রথম কোচ টমাস টুখেল, যার কাঁধে ভর করেই দ্বিতীয় শিরোপার আশায় চেলসি।

* ম্যান সিটি কোচ পেপ গার্দিওলাও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছেন। কিন্তু এই ক্লাবে নয়, বার্সেলোনার হেড কোচ হিসেবে ২০০৯ এবং ২০১১ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতেন তিনি।

এবার জিতলে ইতিহাসের মাত্র ষষ্ঠ কোচ হিসেবে দুটি ক্লাবকে ইউরোপসেরা আসরে সাফল্য এনে দেয়া কোচ হবেন এই স্প্যানিয়ার্ড। তিনবার চ্যাম্পিয়ন্স লিগ জিততে পেরেছেন মাত্র তিনজন কোচ। সেই এলিট লিস্টেও তাতে নাম উঠে যাবে গার্দিওলার।

* ২০১২ সালে নিজেদের ইতিহাসের প্রথম চ্যাম্পিয়ন্স লিগ জেতে চেলসি। মজার ব্যাপার হলো, সেবারও এবারের মতো মৌসুমের মাঝপথে কোচ বদলেছিল ক্লাবটি।

* নতুন কোচের অধীনে ইতিমধ্যেই দুইবার ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে চেলসি। এফএ কাপের সেমিফাইনালে ১-০ গোলে জেতার পর লিগে সিটির মাঠেই তাদের ২-১ গোলে হারায় টুখেলের দল।

আরও পড়ুন: Indian Cricket: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড BCCI-ই, অতিমারীর মধ্যেও তাদের আয় কত জানেন?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest