তুর্কিকে উড়িয়ে শেষ ষোলোর আশা বাঁচিয়ে রাখলো সুইজারল্যান্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েলসের সাথে ১-১ গোলের ড্র দিয়ে ইউরো অভিযান শুরু করেছিল সুইজারল্যান্ড। পরের ম্যাচে ইতালির কাছে হেরে ইউরো থেকে ছিটকে পড়ার উপক্রম হয়েছিল সুইজারল্যান্ডের। তবে শেষ পর্যন্ত তুরস্ককে ৩-১ ব্যবধানে হারিয়ে ইউরোর শেষ ষোলোর আশা বাচিয়ে রাখলো সুইজারল্যান্ড।

রোববার (২১ মে) আজারবাইজানের বাকু অলিম্পিক স্টেডিয়ামের তুরস্কের মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড। জাদরান শাকিরির দুই গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড। আর এতেই সুইসদের ইউরোর শেষ ১৬ এর আশা টিকে থাকলো।

আরও পড়ুন : স্ট্রং পুরুষাঙ্গ পেতে হলে করণীয় কী কী (18 +)

প্রথম থেকেই ম্যাচে আধিপত্য বিস্তার করে খেলছিল সুইজারল্যান্ড। পুরো ম্যাচে গোলের লক্ষ্যে ১০ টি শট নিয়েছিল সুইজারল্যান্ড। আর ১০ টি শটে তিনটি নিশ্চিত গোল করেছেন সুইজারল্যান্ডের ফুটবলাররা। অপরদিক তুরস্ক লক্ষ্যে শট নেয় মাত্র ৬ টি।

ম্যাচের শুরুতেই সুইজারল্যান্ডকে এগিয়ে দেন ফরওয়ার্ড হ্যারিস সেফেরোভিচ। এরপর ম্যাচের ২৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জাদরান শাকিরি। ২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় সুইজারল্যান্ড।

বিরতি থেকে ফিরে তুরস্কের হয়ে একটি গোল শোধ করেন ইরফান কাভেচি। এর ছয় মিনিট পর ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন শাকিরি। এরপর আর কোনো গোল না হওয়ায় ৩-১ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইজারল্যান্ড।

তুরস্কের এ বিপক্ষে জয়ের ফলে সুইজারল্যান্ডের পয়েন্ট দাঁড়ায় ৪, অপরদিক ইতালির কাছে হেরে সুইসদের সমান পয়েন্ট নিয়ে শেষ ১৬ নিশ্চিত করেছে ওয়েলস। গোল ব্যবধানে এগিয়ে থাকার কারণে শেষ ১৬ নিশ্চিত করেছে ওয়েলস।

অপরদিকে সুইজারল্যান্ডের ভাগ্য ঝুলে গেছে অন্য দলের পারফর্মেন্সের উপর। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের এবারের নিয়মানুযায়ী গ্রুপ পর্বের সেরা চার তিন নম্বর দল শেষ ১৬ খেলবে। এখন অন্যদের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে সুইসদের। তবে ৪ পয়েন্ট নিয়ে তিন নম্বর অবস্থানে থাকায় তিন নম্বরে উঠার বেশ ভালো সুযোগ আছে সুইজারল্যান্ডের সামনে।

আরও পড়ুন : অন্যান্য অঙ্গ প্রতঙ্গের মতোই পুরুষাঙ্গেরও যত্ন নেওয়া উচিত, জানুন পদ্ধতি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest