ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন জার্মান ফুটবলার মেসুত ওজিল

দিন পাঁচেক আগেও ইসরাইলি বর্বতার বিরুদ্ধে তিনি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত। একটি ছবি সুস্থ মানুষের চেতনা নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফিলিস্তিনে চলমান ইসরাইলি বর্বরতার নিন্দা বিশ্বজুড়ে। দখলদার বাহিনীর এই নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ চলছে দেশে দেশে। অনতিবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। অন্যদের মতো বিশ্বজুড়ে ক্রীড়াবিদরাও যে যার জায়গা থেকে ফিলিস্তিনিদের পাশে দাঁড়িয়েছেন।

গত সপ্তাহে চেলসির বিপক্ষে এফএ কাপ শিরোপা জয়ের পর মাঠে ফিলিস্তিনের পতাকা উড়িয়ে ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদ জানিয়েছিলেন লেস্টার সিটির বাংলাদেশি বংশোদ্ভূত তারকা হামজা চৌধুরী।

মঙ্গলবার মাঠে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো। এর আগে ফিলিস্তিনি ইসরাইলি বর্বরতা থামাতে বিশ্বনেতাদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন লিভারপুল তারকা মোহামেদ সালাহ।এবার প্রতিবাদে যোগ দিলেন তুরস্কের বংশোদ্ভূত সাবেক জার্মান ফুটবলার মেসুত ওজিল (Mesut Ozil)।

আরও পড়ুন : সাংবাদিক রোজিনাকে গ্রেফতারের খবর বিশ্ব মিডিয়ায়

ঈদের দিন কুব্বাতুস সাখারার সোনালি গম্বুজের পাশে নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন তিনি। ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি নির্যাতিত মুসলিম ও যাদের জীবনে ঈদের পরিবর্তে এ মুহূর্তে রয়েছে নির্যাতন এবং হামলার বিভীষিকা, তাদের হয়ে ওজিল লিখেছিলেন— সারাবিশ্বের সব মুসলিমকে ঈদ মোবারক। এই পুণ্য মাসে (রমজান) আমাদের সব রোজা এবং দোয়া কবুল করা হোক।  যারা আজ শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারছে না, তাদের জন্যও রইল শুভকামনা।’

দিন পাঁচেক আগেও ইসরাইলি বর্বতার বিরুদ্ধে তিনি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবি ছিল অত্যন্ত বুদ্ধিদীপ্ত। একটি ছবি সুস্থ মানুষের চেতনা নাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট।

prothomalo bangla%2F2021 05%2Fc3c5fb33 d386 4d00 a677 556429e29480%2FE1VW0YHWUAAUAKt.jpg?auto=format%2Ccompress&format=webp&w=720&dpr=0

আরও পড়ুন : বিয়ে করে ফেললেন কোরিওগ্রাফার গীতা কাপুর? নেটমাধ্যমে জল্পনা তুঙ্গে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest