সোনা জয়ের মাঝে ইউরোপে সুস্বাদু ডাল রান্না, ভাইরাল ‘রাঁধুনি’ হিমা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজ কর্নার ওয়েব ডেস্ক: ইউরোপে গিয়ে এক মাসের মধ্য়ে পাঁচটি সোনা জিতে ইতিহাস লিখেছেন দেশের অ্যাথলিট হিমা দাস। সোশাল মিডিয়ায় শুধুই হিমা বিরাজমান।দেশ থেকে দূরে থাকলেও দেশের কথা, আসামের কথা তাঁর সব সময় মনে পড়ে। আসামের বন্যায় নিয়মিত খোঁজ নিয়েছেন তিনি। এই মুহূর্তে হিমা দাস রয়েছেন ইউরোপে। আর সেখানে নিজের ঘরে ডাল রাঁধলেন তিনি। হিমার সেই ডাল রান্নার ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।

অসমিয়া ভাষাতেই এই ভিডিও করেছেন হিমা। সেখানে তিনি জানিয়েছেন রবিবার প্র্য়াকটিস না থাকায় হাতে সময় ছিল। ফলে উপভোগ করেই রান্না করেছেন তিনি। হিমা জানিয়েছেন তিনি আরেক ভারতীয় অ্যাথলিট সরিতাবেন গায়কোয়াড়কে সঙ্গে নিয়ে বাজারে বেরিয়েছিলেন। সেখানে গিয়েই ইনডাকশন কুকটপ, সসপেন আর রান্নার যাবতীয় উপকরণ কিনে আনেন। তাঁর দাবি সেই ডালের গন্ধ এতটাই ভাল ছিল যে, লোকজন এসে তাঁকে জিজ্ঞাসা করে যে, সে কী রান্না করছিলেন! ডালের স্বাদ নিতে চেয়েছিলেন সকলেই।

গত ২ জুলাই হিমার সােনার দৌড় শুরু হয়েছিল ইউরোপে। ওদিনই পোল্যান্ডের পোজনান অ্যাথলেটিক্স গ্রাঁ প্রিঁ-তে ২০০ মিটারে সোনা জেতেন হিমা। ২৩.৬৫ সেকেন্ডে দৌড় শেষ করেন তিনি। এরপর ৭ জুলাই পোল্যান্ড কুতনো অ্যাথলেটিক্স মিটে ফের ২০০ মিটারে সোনা জয়। তার পর চেক প্রজাতন্ত্রের ক্লাদনো অ্যাথলেটিক্স মিটে ২০০ মিটারে সোনা জিতে হ্যাটট্রিক করেন হিমা। ৪০০ মিটারের ইভেন্টেও সোনা জেতেন তিনি। ১৩ জুলাই ফের চেক প্রজাতন্ত্রে ২০০ এবং ৪০০ মিটারে সোনা জেতেন হিমা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest