India all-rounder Shivam Dube ties the knot with girlfriend Anjum Khan, shares pictures

মুসলিম বান্ধবীর সঙ্গে গাঁটছাড়া বাঁধলেন ক্রিকেটার শিবম দুবে, পড়লেন ‘লাভ জিহাদের’ রোষে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনার মধ্যে বিয়ে সেরে ফেললেন ভারতের অলরাউন্ডার শিবম দুবে। পাত্রী দীর্ঘ দিনের বান্ধবী অঞ্জুম খান। নেট মাধ্যমেই বিয়ের ছবি দিয়েছেন রাজস্থান রয়্যালসের এই ক্রিকেটার। সেই ছবি মুহূর্তে ভাইরাল।

ভারতীয় ক্রিকেটার লেখেন, ‘আমি ভালোবাসার উদ্দেশ্যে ভালোবেসেছি। যা ভালোবাসার থেকেও বেশি কিছু ছিল। আর এখন আমাদের চিরকাল শুরু হচ্ছে।’ বিয়ের ছবি নেট মাধ্যমে ছড়িয়ে যেতেই শুভেচ্ছা জানিয়েছেন একাধিক ক্রিকেটার। নব দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছে রাজস্থান রয়্যালস।

বান্ধবী ইসলাম ধর্মের হওয়ার জন্য বিয়ে দুই ধর্ম মতে হয়। হালকা গোলাপি রঙের শেরওয়ানিতে সেজেছিলেন শিবম। ঘিয়ে রঙের লেহঙ্গা ও লাল ওড়নায় কনে অঞ্জুম। দুই পরিবার ও কাছের কিছু বন্ধু বান্ধবদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

এই বিয়ে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ‘লাভ জিহাদের’ কটাক্ষের মুখে পড়লেন ভারতীয় ক্রিকেটার শিবম দুবে। কেউ কেউ তো তাঁকে ভারতীয় দলের আর না নেওয়ারও দাবি তোলেন। তাঁদের যুক্তি, ‘যে নিজের ধর্মের হতে পারে না, সে নিজের দেশের কী হবে।’

‘লাভ জিহাদ’-এর অভিযোগ তুলতে থাকেন নেটিজেনদের একাংশ। এমনিতে কট্টর হিন্দুত্ববাদী দলগুলির কাছে ‘লাভ জিহাদ’ হল, হিন্দু মেয়েদের ধর্মান্তকরণের জন্য মুসলিম ছেলেদের ফাঁসানো। তারপর বিয়ে করে হিন্দু মেয়ের ধর্মান্তকরণ করা। তবে শিবমের ‘লাভ জিহাদ’ (নেটিজেনদের একাংশের মতে) নিয়েও উড়ে আসে আক্রমণ। এক নেটিজেন বলেন, ‘লাভ জিহাদ। বিসিসিআই (ভারতীয় ক্রিকেট বোর্ড) আপনাদের সতর্কবার্তা দিচ্ছি, যদি অসহ্যকর ব্যক্তিকে কোনওরকমের ক্রিকেটে নেওয়া হয়, তাহলে আমরা ভারতীয়রা আমাদের ঐক্যের শক্তি দেখাব। যে নিজের ধর্মের হতে পারে না, সে নিজের দেশের কী হবে।’

অপর এক নেটিজেন বলেন, ‘মণ্ডপ কোথায়? আগুনকে সাক্ষী রেখে ঘোরা কোথায়? বিয়ে কোথায়? এটা কী ধরনের বিয়ে?’ কার্যত একই সুরে অপর এক নেটিজেন বলেন, ‘দুবেজি, কলমা তো পড়ে নিয়েছেন। কিন্তু খৎনা করিয়ে নেবেন না। যাই হোক, আপনাকে অভিনন্দন।’

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest