বিজ্ঞপ্তি রাজ্যের: নয়া বছরের প্রথম দিন থেকেই ৩% ডিএ সরকারি কর্মীদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

২০২১-এর জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ দেওয়া হবে বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। এনিয়ে এবার বিজ্ঞপ্তি জারি করে দিল রাজ্য সরকার। পয়লা জানুয়ারি থেকেই রাজ্য সরকারি কর্মীরা ৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন।

সপ্তাহের শুরুতেই এদিন উত্তরবঙ্গে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জনভিত্তি বাড়ানোর মাঝেই চলতি মাসের শুরুতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য মহার্ঘ ভাতা (ডিএ) ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: নাড্ডার কনভয়ে হামলার পরই রাজ্যে আসছেন শাহ, ১৯ ডিসেম্বর সভা করতে পারেন পূর্ব মেদিনীপুরে

গত ৩ ডিসেম্বর তৃণমূল কংগ্রেসের নেতৃত্বাধীন কর্মচারী সংগঠন ফেডারেশনের সঙ্গে বৈঠকে বসেন মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সেই বৈঠকেই তিনি এই ডিএ ঘোষণা করেন। ডিএ ইস্যুতে বিভিন্ন কর্মচারী সংগঠনের সঙ্গে রাজ্য সরকারের টানাপড়েন চলছে গত কয়েক বছর ধরেই।

মুখ্যমন্ত্রী নবান্নে ঘোষণা করেন ঋণের বোঝা থাকলেও ডিএ দেওয়া হবে। যদিও বাম এবং বিজেপির কর্মী সংগঠন রাজ্য সরকারের ঘোষণা করা এই ডিএ-র এই হারে খুশি নয়। তবে তৃণমূলের কর্মী সংগঠনে মধ্যে এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। এদিকে নতুন বছরের উপহার পেতে চলেছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাও। খুব শীঘ্রই বেতন বাড়তে পারে তাঁদের।

আরও পড়ুন: “কৃষকরা বিষ খেলে অসুবিধা নেই, পিৎজা খেলেই খবর!”, সমালোচকদের কড়া জবাব দিলজিতের

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest