Suvendu Adhikari ছাড়লেন তৃণমূল কংগ্রেস,চিঠি পাঠালেন মমতার কাছে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কাল বিধায়ক পদে ইস্তফা দেওয়ার পর আজ তৃণমূল কংগ্রেসের সদস্য পদ ছাড়লেন Suvendu Adhikari। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি পাঠিয়েছেন তিনি। বলার অপেক্ষা রাখে না এই মধ্যে দিয়েই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেন তিনি।

অভিযোগ, শুভেন্দুর ইস্তফাপত্রে রয়েছে ত্রুটি। তিনি কোন কেন্দ্রের বিধায়ক তা ইস্তফাপত্রে উল্লেখ করা হয়নি। পাশাপাশি ইস্তফাপত্রে কোনও তারিখও লেখা হয়নি বলে বিধানসভা সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন: বিধায়ক পদ ছেড়ে প্রথম ‘অরাজনৈতিক’ সভায় শুভেন্দু, বক্তব্য নিয়ে আগ্রহ রাজ্য রাজনীতিতে

শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari) নিয়ে সমস্ত জল্পনার অবসান হয়েছিল গতকালই। বিধানসভায় গিয়ে গতকালই ইস্তফাপত্র জমা দিয়েছিলেন তিনি। স্পিকার বেরিয়ে যাওয়ার কারণে বিধানসভার সচিবের কাছেই ইস্তফাপত্র জমা দেন শুভেন্দু। এরপর বেরিয়ে যান বিধানসভা ছেড়ে। সেখান থেকে সোজা পৌঁছন রাজ্যপালের কাছে।

শুভেন্দুর ইস্তফাপত্র জমা দেওয়ার বিষয়টি নিয়ে বেশ কিছু আইনি জটিলতা তৈরি হয়েছিল। প্রশ্ন উঠেছিল, বিধানসভার অধ্যক্ষের কাছ ইস্তফাপত্র জমা না দিয়ে তিনি সচিবের কাছে জমা দিয়েছেন, এতে কি ইস্তফা গৃহীত হবে? ইস্তফার দেওয়ার নিয়ম কি ঠিকমতো পালন করা হল?  আজ বিধানসভার স্পিকার জানিয়েছেন, এভাবে দেওযা ইস্তফাপত্র গ্রহনযোগ্য নয়।

বিধিসম্মত নয়, তাই গৃহীত হল না শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র। বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন ডেকে এ কথা জানিয়ে দিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। বিবেচনা করে এ ব্যাপারে তিনি পরে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন অধ্যক্ষ।

শুভেন্দু অধিকারী যে আসছেন সে ব্যাপারে তাঁর কাছে কোনও খবর ছিল না। তিনি এদিন বলেন, ‘‌আমি রোজই বিধানসভায় আসি। বুধবারও ছিলাম। কিন্তু পূর্বঘোষিত কিছু কর্মসূচি থাকায় আমাকে বেরিয়ে যেতে হয়।’‌

আরও পড়ুন: রাজনৈতিক প্রতিহিংসার আশঙ্কা, রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে চিঠি শুভেন্দুর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest