জাকির ভালো আছে, দেখা করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা

চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছিল।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

জাকির হোসেনকে দেখতে সোমবার  হাসপাতাল পরিদর্শনে যান মমতা বন্দোপাধ্যায়।  হাসপাতাল থেকে বেরিয়ে মমতা বলেন, ‘জাকির ভালো আছে। ওর দুটো অপারেশন হয়েছে। চিকিৎসকরা অনেক করেছেন। এখন ওকে উডবার্ন ব্লকে রাখা হয়েছে।’ তাঁর সংযোজন, ‘কোভিড একটু একটু বাড়ছে, তাই সবাইকে বলব, এখনই খুব দরকার ছাড়া ওর কাছে না যেতে।’

আরও পড়ুন: রাজ্যের থেকে অনেক বেশি কর কেন্দ্রের! পেট্রল, ডিজেলের দাম কমাতে নারাজ মোদী সরকার

গত ১৭ তারিখ নিমতিতা স্টেশনের ভিতর রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী জাকির হোসেনকে লক্ষ্য করে বোমা ছোঁড়া হয়েছিল বলে অভিযোগ। পরে যদিও দেখা যায়, বোমা রাখা ছিল স্টেশনে। গুরুতর জখম হয়েছিলেন তিনি। পরের দিনই তাঁকে দেখতে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চার দিনের মাথার ফের মমতা গেলেন জাকিরকে দেখতে।

ঘটনায় মন্ত্রী ছাড়াও জখম হয়েছেন আরও বেশ কয়েকজন। অধিকাংশই তাঁর অনুগামী। মুখ্যমন্ত্রী তাঁদেরও খোঁজখবর নেন। মন্ত্রীকে প্রথমে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখান থেকে তাঁকে SSKM হাসপাতাল আনা হয়। কলকাতায় যাওয়ার জন্য ট্রেন ধরতে স্টেশনে গিয়েছিলেন তিনি। তাঁর মধ্য়েই এই ঘটনা। চিকিৎসকেরা জানিয়েছেন, মন্ত্রীর হাতে-পায়ে গুরুতর আঘাত লেগেছিল।

বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের মন্ত্রীর উপর পূর্বপরিকল্পিত ভাবেই এই হামলা চালানো হয়েছে। ঘটনায় জেলা তো বটেই গোটা রাজ্য রাজনীতি তোলপাড় হয়। ইতিমধ্যে মন্ত্রীর নিরাপত্তাও বাড়ানো হয়েছে।

আরও পড়ুন: মুম্বইয়ের অভিজাত হোটেল থেকে উদ্ধার সাতবারের সাংসদের দেহ, দানা বাঁধছে রহস্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest