করোনা ঠেকাতে গোমূত্র খেয়ে পার্টি হিন্দু মহাসভার, হাসির রোল নেটদুনিয়ায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: করোনাভাইরাসে আক্রান্ত বেড়ে ৮৪ হয়েছে, মৃত্যু হয়েছে ২ জনের। আতঙ্ক বিরাজ করছে দেশজুড়ে। এ পরিস্থিতিতে করোনাভাইরাস সংক্রমণ রুখতে গোমূত্রর ওপরই ভরসা রেখেছে হিন্দু দল ‘অখিল ভারত হিন্দু মহাসভা’।

দিল্লিতে দলের সদরদপ্তরে ‘গোমূত্র পার্টি’ আয়োজনের সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল হিন্দু মহাসভা (অল ইন্ডিয়া হিন্দু ইউনিয়ন)। সে পার্টিই শনিবার আয়োজন করে কথা রেখেছেন দলের সভাপতি চক্রপাণি মহারাজ। পার্টিতে ২০০ মানুষ যোগ দিয়েছে এবং আয়োজকরা ভারতের অন্যান্য আরো জায়গাতেও এমন পার্টি আয়োজন করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: শুভ জন্মদিন মি: পারফেকশনিস্ট! রইল আমির খানের সেরা ও খারাপ সিনেমার তালিকা

বিশেষজ্ঞরা বরাবরই বলে এসেছেন, গরুর মূত্রে ক্যান্সারের মতো কঠিন অসুখ সারে না এবং করোনাভাইরাসও এতে সারার কোনো প্রমাণ নেই। কিন্তু অনেক হিন্দুই বিশ্বাস করেন গরুর মূত্র পবিত্র এবং তা পান করলে দাওয়াই হিসাবে কাজ করে।

পার্টিতে যোগ দেওয়া একজন বলেন, “আমরা ২১ বছর ধরে গোমূত্র পান করে আসছি। আমরা গোবর দিয়ে স্নানও করি। আমরা কখনোই ওষুধ সেবনের প্রয়োজন বোধ করিনি।” গোমূত্র পার্টিতে করোনাভাইরাস কী এবং গোজাত পণ্য দিয়ে কীভাবে কোভিড-১৯ থেকে বাঁচা যায় সে সম্পর্কে মানুষকে বোঝাবেন বলে এর আগে সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন চক্রপানি মহারাজ।

আরও পড়ুন: করোনার কাঁটা! সোমবার থেকে পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নির্দেশ

করোনাভাইরাসের বিরুদ্ধে এ লড়াইয়ে গোশালাগুলোকেও সামিল করতে চায় হিন্দু মহাসভা। এজন্য গোশালাগুলোর সঙ্গে যোগাযোগও শুরু করা হয়েছে বলে জানিয়েছেন চক্রপাণি মহারাজ।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest