সদস্য ও সমর্থকদের জন্য জুনেই খুলে যাচ্ছে মোহনবাগানের গেট

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: প্রতীক্ষার অবসান। প্রায় তিন মাস পর সদস্য-সমর্থকদের জন্য খুলতে চলেছে মোহনবাগানের গেট। সোমবারই টুইট করে ভক্তদের সুখবর দিল সবুজ-মেরুন ক্লাব।চলতি মাসের ১৫ তারিখেই খুলে যাবে মোহনবাগান তাঁবু।লকডাউনে শুধু কলকতা ময়দানে ফুটবলই বন্ধ নেই, তালাবন্ধ হয়ে রয়েছে প্রায় সব ক্লাব তাঁবুও।

মেরিনার্সদের তরফে সোশ্যাল মিডিয়ায় জানানো হয়েছে, ‘লকডাউন পরর্বতী সময়ে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব টেন্ট আগামী ১৫ জুন সদস্য ও সমর্থকদের জন্য পুনরায় খুলে যাবে।’

আরও পড়ুন : রেসিং ট্র্যাক ছেড়ে নীল ছবির নায়িকা! সাপ্তাহিক আয়ের পরিমাণ জানলে দম আটকে যেতে পারে আপনার

এদিন টুইট করে ক্লাবের তরফে জানানো হয়েছে, লকডাউনের পর সদস্য ও সমর্থকদের জন্য আগামী ১৫ জুন ফের ক্লাবের গেট খুলে দেওয়া হচ্ছে। ১৬ তারিখ থেকে তাঁবুতেই পাওয়া যাবে চ্যাম্পিয়ন মোহনবাগানের মার্চেনডাইস। অর্থাৎ তাঁবু থেকেই ইচ্ছে মতো চ্যাম্পিয়নশিপ প্রোডাক্ট কিনে নিতে পারবেন বাগানপ্রেমীরা। স্বাভাবিকভাবেই এমন খবরে মুখে চওড়া হাসি সমর্থকদের। এখনই মাঠে বল না গড়ালেও অন্তত সাধের ক্লাবে তো ঢুঁ মারা যাবে।

Unlock1-এ সরকারি নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় ক্লাব টেন্ট খুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় বাগান কর্তৃপক্ষ। যদিও গত ১ জুন থেকে মোহনবাগান ক্লাব আর মোহনবাগান নেই। বরং এটিকের সঙ্গে জুটি বেঁধে নতুন ক্লাব হিসেবে আত্মপ্রকাশ করেছে তারা। লকডাউনের জন্য বোর্ড মিটিং অনুষ্ঠিত না হওয়ায় নতুন ক্লাবের নাম, লোগো ও জার্সি এখনও নির্ধারিত হয়নি।

ইস্টবেঙ্গল ক্লাব অবশ্য এখনও সদস্য ও সমর্থকদের জন্য ক্লাব তাঁবু খুলে দিতে রাজি নয়। আপাতত অফিসিয়াল কাজকর্ম শুরু করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে ক্লাব তাঁবু খুলে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে লাল-হলুদ কর্তৃপক্ষ।

আরও পড়ুন : এবার লা লিগায় টিভি ও অন‌লাইন ইউজারদের জন্য নয়া আকৰ্ষণ ‘ভারচুয়াল স্ট্যান্ড’

Gmail 1
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest