Anis Khan Death Mystery: left parties protest in Amta

Anis Khan: আনিস-মৃত্যু নিয়ে বাম-বিক্ষোভে রণক্ষেত্র পাঁচলা, পুলিশের গাড়ি ভাঙচুর-ইটবৃষ্টি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

হাওড়ার ছাত্রনেতা আনিস খান (Anis Khan) হত্যাকাণ্ডের প্রতিবাদে বাম ছাত্র, যুবদের মিছিল ঘিরে ধুন্ধুমার পাঁচলা। শনিবার হাওড়া গ্রামীণের পুলিশ সুপারের (SP)কার্যালয় অভিযান চালান SFI, DYFI সদস্যরা। পুলিশ বাধা দিলে হাতাহাতি বাধে। পাঁচলা এলাকার রাস্তাঘাটে ছড়িয়ে পড়ে বিক্ষোভের আঁচ।

এদিন রানিহাটি থেকে পাঁচলায় পুলিশ সুপারের অফিস পর্যন্ত মিছিলের ডাক দিয়েছিল বাম ছাত্র সংগঠনগুলি। সেইমতো মিছিল পাঁচলায় পৌঁছতেই পরিস্থিতি ঘোরাল হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেডের বাধায় ক্ষোভের আগুন আরও তীব্র হয়। শুরু হয় ইটবৃষ্টি। অভিযোগ, পুলিশ সুপারের অফিসের সামনে যে পুলিশ কর্মীরা দাঁড়িয়েছিলেন তাঁদের লক্ষ্য করে ইট ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা। এরপরই পাল্টা পুলিশও প্রতিরোধে নামে বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।

আরও পড়ুন: Birbhum: বল ভেবে হাতে তুলতেই বিস্ফোরণ, বীরভূমে বোমা ফেটে মৃত্যু শিশুর

অভিযোগ, মিছিল থেকে ছোঁড়া ইটের আঘাতে জখম হন কয়েকজন পুলিশকর্মী। ভাঙে পুলিশের গাড়ির কাচও। এরপরই DYFI রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়, সভাপতি সৃজন ভট্টাচার্য-সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এদিকে, কলকাতার (Kolkata) রাজপথেও আনিসের মৃত্যুর সুবিচার চেয়ে মিছিলে নামে সিপিএম। সামনের সারিতে পা মেলান বিমান বসু, সূর্যকান্ত মিশ্র।

এদিন বিকেলে কলকাতায় সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা বড়সড় হোর্ডিং হাতে নিয়ে রাস্তায় নামেন। সেখান থেকে বিমান বসু জানান, ছাত্রনেতার মৃত্যুতে প্রশাসনের উপর মহলের হাত রয়েছে। তা মুখ্যমন্ত্রীর কথাতেই স্পষ্ট। সেসব দোষীদের সঠিকভাবে চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।

আরও পড়ুন: Municipal Election: রবিবার ১০৮ পুরসভার ভোট, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest