West Bengal Municipal Election 2022: TMC and BJP candidates in a scuffle in bidhannagar

Bidhannagar Municipal Election: বুথের ভিতরেই হাতাহাতি দুই মহিলা প্রার্থীর, বিধাননগরে সাক্ষী পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুথের মধ্যে হাতাহাতি করছেন দুই মহিলা প্রার্থী৷ মহিলা পুলিশকর্মী না থাকায় অসহায়ের মতো দু’ জনকে নিরস্ত করার অনুরোধ করছেন এক পুলিশকর্মী৷ ভোটের দিন সকালে এমনই দৃশ্যের সাক্ষী থাকল বিধাননগর৷

বিজেপি প্রার্থীর অভিযোগ, তৃণমূল বহিরাগতদের দিয়ে ভোট লুঠ করার চেষ্টা করছে। বিজেপি প্রার্থীর আরও অভিযোগ, দলীয় প্রতীক নিয়ে বুথে ঘুরছেন তৃণমূল প্রার্থী। এ নিয়ে দু’জনের মধ্যে বচসা বেধে যায়। সেই ছবি ধরা পড়েছে ক্যামেরায়। দেখা যাচ্ছে দু’জনই একে অপরের দিকে তেড়ে যাচ্ছেন। সেই সময় আরও কয়েকজন এসে দু’জনকে আলাদ করার চেষ্টা করেন। শুরু হয় ধস্তাধস্তি। ঘটনাটি ঘটে বিধাননগর পুরসভার ৩৭ নম্বর ওয়ার্ডের ১১ নম্বর বুথে।

আরও পড়ুন: Viral Video: স্কুল খুলতেই ক্লাসের মধ্যে চুলোচুলি দুই ছাত্রীর! হাওড়ার স্কুলের ভিডিও ভাইরাল

পাল্টা তৃণমূল প্রার্থী এবং বিদায়ী কাউন্সলির মিনু দাস চক্রবর্তী অভিযোগ করেন, ছাপ্পা ভোট দিচ্ছে বিজেপি এবং সিপিএম৷ বিজেপি প্রার্থী প্রণীতা সাহা ঘোষের অভিযোগ, ‘ওরা ছাপ্পা ভোট দিচ্ছিল৷ ১৬টি ছাপ্পা ভোট দিয়েছে৷ আমার কাছে সব খবর আছে৷ আমি এসে পড়াতেই সব ধরা পড়ে গিয়েছে৷’

শেষ পর্যন্ত পুলিশ গোটা পরিস্থিতি সামাল দেয়৷ ঘটনার জেরে দু’ জনকে আটক করেছে পুলিশ৷ দুই মহিলা প্রার্থীর হাতাহাতির দৃশ্য দেখার পর ঘটনার রিপোর্ট তলব করে রাজ্য নির্বাচন কমিশন।

আরও পড়ুন: Bullet Train: এবার হাওড়া থেকে বারাণসী ছুটবে বুলেট ট্রেন, ঘোষণা রেলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest