নয়াদিল্লির অ্যাপ ব্যান নিয়ে প্রথম প্রতিক্রিয়া বেজিংয়ের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: নিরাপত্তা ভঙ্গ করার অভিযোগে ৫৯টি চিনা অ্যাপ বন্ধ করেছে মোদী সরকার। ডেটা সিকিউরিটির স্বার্থে স্বরাষ্ট্রমন্ত্রকের সুপারিশ অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়েছে আইটি মন্ত্রক। এই নিয়ে মঙ্গলবার প্রথম প্রতিক্রিয়া জানিয়েছে চিন। 

 বিদেশমন্ত্রকের মুখপাত্র শাও লিজিয়ান জানিয়েছেন যে চিন অত্যন্ত চিন্তিত, খতিয়ে দেখা হচ্ছে পুরো বিষয়টি। একই সঙ্গে ভারতকে দায়িত্বজ্ঞানের পাঠও দিয়েছেন তিনি। লিজিয়ান বলেন যে চিনা সরকার সবসময়ই দেশীয় ব্যবসাদের বলে যেখানে যাচ্ছো, সেখানকার আইন ও আন্তর্জাতিক আইন মেনে চল। ভারতের একটা দায়িত্ব আছে চিনা সহ সমস্ত আন্তর্জাতিক লগ্নিকারীর স্বার্থরক্ষা করার।

আরও পড়ুন : Covid -19 এর পর G4 মহামারীর আশংকা, সতর্ক করলেন চিনা গবেষকরা

শাও লিজিয়ান জানান যে ভারত-চিনের মধ্যে বাণিজ্যিক সম্পর্কে দুই দেশেরই লাভ হবে। কৃত্তিম ভাবে এরকম বিভেদ সৃষ্টি করলে এতে ভারতেকই ক্ষতি বলে দাবি করেন চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র।

অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মে অনেক অ্যাপই তথ্য চুরি করছে, আইটি মন্ত্রক অনেক দিন ধরেই এই অভিযোগ পাচ্ছিল। ভারতের বাইরে সার্ভারে তথ্য রাখে এই অ্যাপগুলি। যেভাবে সেই তথ্য ব্যবহার করা হয় সেটা ভারতের জাতীয় সুরক্ষা ও প্রতিরক্ষার পরিপন্থী বলে জানিয়েছে কেন্দ্র।

যে চিনা অ্যাপগুলিকে আপাতত ব্যান করা হয়েছে

যে চিনা অ্যাপগুলিকে আপাতত ব্যান করা হয়েছে

১. টিকটক
২. শেয়ারিট
৪. ইউসি ব্রাউজার
৯. হেলো
২১.UC নিউজ
১০0.লাইক
৩.কোয়াই
৫. বাইদু ম্যাল
৬. শ্যেন
৭. ক্ল্যাস অফ কিংস
৮. ডিইউ ব্যাটারি সেভার
১০0.লাইক
১১.ইউক্যাম মেকআপ
৪৪. ক্যাম স্ক্যানার
১২.এমআই কম্যুনিটি
১৩.সিএম ব্রাউজার
১৪. ভাইরাস ক্লিনার
১৫.এপাস ব্রাউজার
১৬.রোমউই
১৭. ক্লাব ফ্যাক্টরি
১৮.নিউজ ডগ
১৯. বিউটি প্লাস
২০.উই চ্যাট
২১.UC নিউজ
২২.কিউকিউ মেল
২৩.ওয়েইবো
২৪.যেন্ডার
২৫.কিউকিউ মিউজিক
২৬.কিউকিউ নিউজফিড
২৭. বিগো লাইভ
২৮.সেল্ফি সিটি
২৯.মেল মাস্টার
৩০. প্যারালাল স্পেস
৩১.এমআই ভিডিও কল – শাওমি
৩২.উই সিঙ্ক
৩৩.ইএস ফাইল এক্সপ্লোরার
৩৪. ভিভা ভিডিও -কিউ ভিডিও ইংক
৩৫.মিটু
৩৬.ভিগো ভিডিও
৩৭. নিউ ভিডিও স্টেটাস
৩৮. ডিইউ রেকর্ডার
৩৯. ভল্ট- হাইড
৪০. ক্যাশে ক্লিনার ডিইউ অ্যাপ স্টুডিও
৪১.ডিইউ ক্লিনার
৪২.ডিইউ ব্রাউজার
৪৩.হ্যাগো প্লে ইউথ নিউ ফ্রেন্ডস
৪৪. ক্যাম স্ক্যানার
৪৫. ক্লিন মাস্টার – চিতা মোবাইল
৪৬. ​​ওয়ান্ডার ক্যামেরা
৪৭. ফটো ওয়ান্ডার
৪৮.কিউকিউ প্লেয়ার
৪৯. উই মিট
৫০. সুইট সেলফি
৫১. বাইদু ট্রান্সলেট
৫২.উইমেট
৫৩.কিউ কিউ ইন্টারন্যাশনাল
৫৪.কিউকিউ সিকিউরিটি সেন্টার
৫৫.কিউকিউ লঞ্চার
৫৬. ইউ ভিডিও
৫৭. উই ফ্লাই স্ট্যাটাস ভিডিও
৫৮.মোবাইল লেজেন্ডস
৫৯.ডিইউ সিকিউরিটি

আরও পড়ুন : সেনাপ্রধান হত্যার দায়ে ট্রাম্পের নামে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানে!

Gmail 6
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest