Israel-Hamas Conflict: French President Emmanuel Macron calls on Israel to stop killing Gaza's women and babies

Israel-Hamas Conflict: গাজায় বোমাবর্ষণ ও মানুষ হত্যা বন্ধ করুক ইসরায়েল: ম্যাক্রোঁ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

গাজা উপত্যকায় বোমা হামলা বন্ধ করতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান তিনি।

প্যারিসে এলিসি প্রাসাদে একটি আন্তর্জাতিক শান্তি ফোরামের ফাঁকে দেওয়া সাক্ষাৎকারে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইসরাইলকে অবশ্যই গাজায় বোমাবর্ষণ ও বেসামরিক মানুষ হত্যা বন্ধ করতে হবে। গাজায় বোমা হামলার ‘কোনো যুক্তি নেই’ বলেও মন্তব্য করেন তিনি। ম্যাক্রো মনে করেন, সেখানে যুদ্ধবিরতি হলে বরং ইসরাইলেই উপকৃত হবে।

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতিও দিয়েছে তারা। তবে এর মানে এই নয় যে, ইসরায়েল বেসমারিক নারী, শিশু ও বৃদ্ধদের ওপর অতর্কিত হামলা চালাবে। এ বিষয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘প্রকৃতপক্ষে ইসরায়েল বেসামরিক লোকদের ওপর বোমা হামলা চালাচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ মানুষদের বোমা মেরে হত্যা করছে। এই হামলার কোনো মানে নেই। এই হামলাকে বৈধতাও দেওয়া যায় না। তাই আমরা ইসরায়েলকে থামার জন্য অনুরোধ করছি।’

ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতিও দিয়েছে তারা। তবে এর মানে এই নয় যে, ইসরায়েল বেসমারিক নারী, শিশু ও বৃদ্ধদের ওপর অতর্কিত হামলা চালাবে। এ বিষয়ে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘প্রকৃতপক্ষে ইসরায়েল বেসামরিক লোকদের ওপর বোমা হামলা চালাচ্ছে। শিশু, নারী ও বৃদ্ধ মানুষদের বোমা মেরে হত্যা করছে। এই হামলার কোনো মানে নেই। এই হামলাকে বৈধতাও দেওয়া যায় না। তাই আমরা ইসরায়েলকে থামার জন্য অনুরোধ করছি।’

ইতিমধ্যেই আমেরিকা-সহ বিভিন্ন দেশ আবেদন জানালেও গাজায় যুদ্ধবিরতির ডাকে সাড়া দেননি ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। জানিয়েছিলেন, যুদ্ধবিধ্বস্ত গাজায় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার জন্য ইসরায়েলি ফৌজ কিছু ক্ষণ যুদ্ধ থামাতে পারে, কিন্তু সামগ্রিক ভাবে যুদ্ধবিরতি হবে না।ম্যাক্রোঁরের মন্তব্যের প্রতিক্রিয়ায় শনিবার নেতানিয়াহু বলেন, ‘‘আজ গাজা থেকে হামাস যে অপরাধ করেছে তা আগামিকাল প্যারিস, নিউ ইয়র্ক এবং বিশ্বের যে কোনও জায়গায় তেমন হতে পারে।’’

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest