Unlock 5.0: ১৫ অক্টোবর থেকে খুলছে সিনেমা হল, স্কুল খোলার সিদ্ধান্ত রাজ্যের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আনলক ফাইভ পর্যায়ে খুলতে পারে সিনেমা হল। এমন ইঙ্গিত আগেই মিলেছিল। এবার তাতেই সিলমোহর পড়ল। বুধবার কেন্দ্রের দেওয়া নির্দেশিকায় জানানো হল, এই পর্যায়ে শর্তসাপেক্ষে খুলতে পারে সিনেমা হল। পাশাপাশি ছাড় দেওয়া হল একাধিক ক্ষেত্রে।

  • সিনেমা হল বা মাল্টিপ্লেক্স হতে হবে কনটেনমেন্ট জোনের বাইরে। আরও একটি নির্দেশ হল মাত্র ৫০ শতাংশ দর্শক নিতে পারবে হলগুলি। এনিয়ে পৃথক নির্দেশিকা জারি করা হবে বলে জানিয়েছে সরকার।
  • সিনেমা হল খুললেও আন্তর্জাতিক বিমান সফর ও বিনোদন পার্কের ওপরে ৩১ অক্টোবর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকছে।
  • ক্রীড়াবিদদের ট্রেনিংয়ের জন্য ১৫ অক্টোবর থেকে খুলে যাবে সুইমিং পুল।
  • কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া স্থানীয় স্তরে লকডাউন আরোপ করা যাবে না।
  • বন্ধ জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে ২০০ জনকে বসানো যাবে। তবে ৫০ শতাংশের বেশি মানুষকে বসানো যাবে না।

আরও পড়ুন: বুধবারও হুড়মুড়িয়ে পড়ল সোনার দামে, তবে এখনই সোনায় বিনিয়োগের সময় নয়, বলছেন বিশেষজ্ঞরা

  • খোলা জায়গায় রাজনৈতিক, ধর্মীয়, ক্রীড়া বা বিনোদনমূলক জমায়েতের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকছে না লোকসংখ্যায়। তবে মাস্ক, স্যানিটাইজার, সামাজিক দূরত্ব সব সমস্ত কোভিড সতর্কতা অবলম্বন করতে হবে। এই সংক্রান্ত এসওপি দিতে হবে রাজ্য সরকারগুলিকে।
  • কনটেনমেন্ট জোনে চলবে লকডাউন ৩১ অক্টোবর অবধি।

অন্যদিকে, কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে ধাপে ধাপে স্কুল খোলা যেতে পারে ১৫ অক্টোবরের পরে।  তবে সেক্ষেত্রে  শিক্ষাপ্রতিষ্ঠানগুলির সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবে প্রশাসন। এছাডা়ও নির্দেশিকায় বলা হয়েছে-

  • যেসব স্কুলে অনলাইন ক্লাস চালু রয়েছে সেখানে পড়ুয়ারা যদি চায় তাহলে তারা স্কুলে নাও আসতে পারে।
  • পড়ুয়ারা স্কুলে আসতে পারে তাদের অভিভাবকদের লিখিত অনুমতি  নিয়ে।
  • স্কুলগুলির জন্য করোনা সতর্কতা বিধি তৈরি করবে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন।
  • রাজ্যের জারি করা স্বাস্থ্যবিধি মানতে হবে শিক্ষাপ্রতিষ্টানগুলিকে।

আরও পড়ুন: হাথরস ধর্ষিতার দেহ মধ্যরাতে জোর করে পুড়িয়ে দিল যোগীর পুলিশ,অবশেষ হস্তক্ষেপ প্রধানমন্ত্রীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest