ফের চিন, এবার মানব শরীরে প্রথমবার মিলল বার্ড ফ্লুর H10N3 স্ট্রেন

এরই মধ্যে চিনে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। যা মানব শরীরে প্রথম। দেশের পূর্ব জিয়াংসু প্রদেশ থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা সংক্রমণে জেরবার গোটা বিশ্ব। চিনের উহান থেকে প্রথম ছড়ায় এই ভাইরাস। এখনও তার প্রকোপ অব্যাহত। এরই মধ্যে চিনে বার্ড ফ্লুর H10N3 স্ট্রেনের হদিশ মিলল মানব শরীরে। যা মানব শরীরে প্রথম। দেশের পূর্ব জিয়াংসু প্রদেশ থেকে সংক্রমণের খবর পাওয়া গিয়েছে। মঙ্গলবার চিনের জাতীয় স্বাস্থ্য কমিশন(এনএইচসি) এই খবর প্রকাশ করেছে।

সেদশের CGTN TV-র সূত্রে খবর, হেঞ্জিয়াং শহরের বাসিন্দা ৪১ বছরের আক্রান্ত ওই ব্যক্তি। এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হতে পারে। এমনকী তাঁরা সংস্পর্শে যাঁরা ছিলেন, তাঁদের মধ্যেও কোনও সমস্যা দেখা দেয়নি।

এনএইচসি তার ওয়েবসাইটে এক বিবৃতিতে এই সংক্রমণের কথা জানিয়েছে। সেখানে বলা হয়েছে, জিয়াংসু প্রদেশে এক ব্যক্তির বার্ড ফ্লুর H10N3 স্ট্রেইন থেকে সংক্রমণের হদিশ মিলেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, পূর্ব ঝেনজিয়াং শহরের ৪১ বছরের ওই ব্যক্তি পোলট্রি থেকে সংক্রমিত হয়েছেন।

H10N3 তুলনামূলকভাবে ভাইরাসের কম ক্ষতিকারক স্ট্রেন। এমনকী এটি বৃহৎ আকারে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও খুব কম। চিনে অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জার বিভিন্ন স্ট্রেন রয়েছে। এর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে মানুষ বিক্ষিপ্তভাবে সংক্রমিত হয়। সাধারণত যাঁরা পোলট্রিতে কাজ করেন তাঁদের মধ্যে এই সংক্রমণ দেখা যায়। ইনফ্লুয়েঞ্জা A virus-এর(বার্ড ফ্লু হিসাবে পরিচিত) সাবটাইপ হিসাবে পরিচিত  H5N8 । এই ভাইরাসে আক্রান্ত হলে মানব শরীরে ঝুঁকি কম, কিন্তু পাখি বা পোলট্রির ক্ষেত্রে এই ভাইরাস প্রাণঘাতী। এর আগে এপ্রিল মাসে বন্য পাখিদের মধ্যে H5N6 অ্যাভিয়ান ইনফ্লুয়েঞ্জা পাওয়া গিয়েছিল।

এর আগে চিনের য়ুহানে প্রথম করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গিয়েছিল। যা পরে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে অতিমারির আকার নেয়। এনএইচসি অবশ্য আশ্বস্ত করে জানিয়েছে, এই ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তাদের কথায়, ‘‘এইচ১০এন৩ ভাইরাসের প্রভাব মানুষের শরীরে তেমন গুরুতর নয়। এই ভাইরাসের অতিমারির তৈরি করার ঝুঁকি এবং ক্ষমতাও বেশ কম।’’আপাতত চিনের ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। তাঁকে কিছুদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। এনএইচসি জানিয়েছে, ওই ব্যক্তির পরিবার পরিজনের পরীক্ষা করে দেখা গিয়েছে, তাঁরাও ওই ভাইরাসে সংক্রমিত হননি।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest