মাছের বদলে মৎস্যজীবীর জালে উঠল কুমির!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

পূর্ব মেদিনীপুরের (Purba Medinipur) খেজুরির এক মৎস্যজীবীর জালে ধরা পড়ল বিরল প্রজাতির এক কুমির (Crocodile)। খবর ছড়িয়ে পড়তেই প্রাণীটিকে দেখতে ভিড় জমান স্থানীয়রা। পরে বনদপ্তরের আধিকারিকরা বিলুপ্তপ্রায় কুমিরটিকে উদ্ধার করে নিয়ে যায়।

1280px Small Crocodile

শনিবার সকালে মেইদিনগর এলাকায় হুগলি নদীতে মাছ ধরছিলেন স্থানীয় মৎস্যজীবী নবেন্দু বিকাশ দাস। সেই সময় তাঁর জালে ধরা পড়ে বিরল প্রজাতির একটি কুমির ছানা। এই খবর চাউর হতেই করোনা আতঙ্ক দূরে সরিয়ে নদীর তীরে ভিড় জমায় বহু মানুষ। কম বেশি সকলেই চেষ্টা করেন বিরল কুমির ছানাটিকে ক্যামেরাবন্দি করে রাখার।

dwarf crocodile

এই ঘটনার খবর পাওয়া মাত্রই নদীর পাড়ে হাজির হন নিজকশবা বন বিভাগের কর্মীরা। তারাই কুমির ছানাটিকে উদ্ধার করে নিয়ে যায়। বনদপ্তরের আধিকারিকদের কথায়, এই কুমির ছানাটির দৈর্ঘ‍্য প্রায় ১ ফুট। একটা সময় এই প্রাণীর দেখা মিললেও, বর্তমানে এটি বিলুপ্তপ্রায়।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest