স্কুলপড়ুয়াদের ইনস্টাগ্রাম গ্রুপে প্রিয় চ্যাটের বিষয় ‘গ্যাংরেপ’! দায়ের অভিযোগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ‘আমরা খুব সহজেই ওকে রেপ করতে পারি’… কিম্বা ‘তুমি যেখানে যেতে বলবে সেখানে যাব , আমরা ওঁকে গ্যাংরেপ করব’… এই সব ভাষায় চ্যাট চলছিল ভরপুর ৷ এই আলোচনার আসর বসেছিল ইনস্টাগ্রামের ‘Bois Locker Room’ নামের এক ক্লোজড গ্রুপে ৷ এই গ্রুপে র যা তথ্য এই মুহূর্তে লিক হয়ে পুলিশের হাতে এসে পৌঁছেছে ৷

বেড়েছে নারী নির্যাতন ও গার্হস্থ্য হিংসার অভিযোগ। এরমধ্যে মানসিক বিকৃতি সম্পন্ন একদল যুবক ইনস্টাগ্রামে নিজেদের একটি গ্রুপ তৈরি করেছে। সেই গ্রুপের ফলাও করে নাম রেখেছে ‘বয়েস লকার রুম’। কিন্তু তাদের আলোচনার বিষয়বস্তু জানেন? তা হল গণধর্ষণ।

আরও পড়ুন: Lockdown 3.0: দেখে নিন, নয়া তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জোনে কী করা যাবে ও যাবে না

কীভাবে মহিলাদের গণধর্ষণ হয় বা করা যায় সেই বিষয়ে আলোচনা করে তারা। সম্প্রতি একটি মেয়ে ট্যুইটারে তাদের সেই কীর্তিকলাপ ফাঁস করে। তাদের কথোপকথনের একটি স্ক্রিনশট শেয়ার করে। যা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই গ্রুপের ছেলেদের সকলেরই বয়স ১৭ থেকে ১৮ এর মধ্যে। মেয়েদের ছবি বিকৃত করে গণধর্ষণই তাদের আলোচনার একমাত্র বিষয়।

https://twitter.com/Choco_ruffle/status/1257194802598248450

শুধু এই একটি নয়, ইনস্টাগ্রামে এরকম আরও কয়েকটি গ্রুপ রয়েছে। এছাড়াও ছবি বকৃত করার জন্য স্ন্যাপচ্যাট অ্যাপেও এরকম অপশন রয়েছে। ট্যুইটে ওই মেয়েটি জানায়,’এই ছেলেগুলি প্রত্যেকেই দক্ষিণ দিল্লির বাসিন্দা। এদের মধ্যে দুজন আবার তাঁর স্কুলের পড়ুয়া। ঘটনায় তিনি এবং তাঁর বন্ধুরা হতবাক। তাঁর মা এই ঘটনায় রীতিমতো শঙ্কিত’।

কয়েকটি স্ক্রিনশট প্রকাশ্যে আসতেই সোস্যাল মিডিয়া জুড়ে ঢিঁঢিঁ পড়ে যায়। আপাতত গ্রুপটিকে ব্লক করে দেওয়া হয়েছে। তবে সেই গ্রুপের সদস্যদের গ্রেপ্তারির দাবি জানিয়ে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ ও দিল্লি পুলিশকে নোটিশ দিয়েছে দিল্লি মহিলা কমিশন।

আরও পড়ুন: মর্মান্তিক! শৌচালয়ে ‘কোয়ারেন্টাইনে’ আদিবাসী পরিবার, সিন্ধিয়াকে তোপ কংগ্রেসের

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest