Lockdown 3.0: দেখে নিন, নয়া তালিকা অনুযায়ী পশ্চিমবঙ্গের কোন জোনে কী করা যাবে ও যাবে না

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: সোমবার লকডাউনের তৃতীয় পর্বে একগুচ্ছ ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।সোমবার বিকেলে নবান্নে সাংবাদিক বৈঠকে লকডাউনের তৃতীয় পর্বে রাজ্যে কী কী করা যাবে আর কী কী করা যাবে না তা স্পষ্ট করলেন মুখ্যসচিব রাজীব কুমার। 

গ্রিন, অরেঞ্জ ও রেড জোনের জন্য আলাদা আলাদা বিধিনিয়ম ঘোষণা করেছেন তিনি। দেখে নিন সেই তালিকা।এদিন মুখ্যসচিব নবান্নে বলেন, ‘কেন্দ্রীয় সরকার একগুচ্ছ ক্ষেত্রে ছাড় ঘোষণা করেছেন। ছাড় কার্যকর হলে অর্থনীতি কিছুটা সচল হবে। তা ভাল। তবে সেই ছাড় দিলে লকডাউন বহাল রাখা মুশকিল হয়ে যাবে। তাই আমরা চাইলেও সেই ছাড় দিতে পারছি না। তবে রাজ্য সরকার রুজি রুটির পক্ষে।’

লকডাউন থ্রিতে একনজরে ডেকে নিন পশ্চিমবঙ্গে ছাড়ের তালিকা

 বাস চলবে

শুধুমাত্র গ্রিন জোন জেলায় জেলার মধ্যে বাস চলবে।

বাসে ২০ জনের বেশি যাত্রী উঠতে পারবেন না।

সোশ্যাল ডিসট্যান্সিংয়ের বিধি মেনে বাস চালাতে হবে।

বাস নিয়মিত স্যানিটাইজ করতে হবে।

সরকারি বাস নানা কাজে ব্যস্ত রয়েছে। তাই বেসরকারি বাস মালিকদের বাস – চালানোর জন্য অনুরোধ করা হয়েছে।

আরও পড়ুন: ফের হান্দওয়ারায় সিআরপিএফের গাড়িতে হানা, শহিদ ৩ সেনা, আহত ৭

খুলবে দোকান

মার্কেট কমপ্লেক্স, মার্কেট এরিয়ার মধ্যে নয় এমন সমস্ত দোকান খোলা যাবে। দোকান খোলা থাকবে ১০টা থেকে ৬টা পর্যন্ত। 

মিষ্টির দোকানও ১০টা থেকে ৬টা পর্যন্ত খোলা যাবে। 

চা ও পানের দোকান খোলা যাবে। তবে দোকানে বসে চা খাওয়া যাবে না।

শিল্প

কম কর্মী নিয়ে শিল্প চালানো যেতে পারে।

গ্রিন, অরেঞ্জ জোনে খনিতে কাজ শুরু অনুমতি দেওয়া হয়েছে।

শহর এলাকায় নির্মাণকাজ শুরু করা যাবে।

সেজন্য জেলায় জেলাশাসক ও কলকাতায় পুর কমিশনারের আগাম অনুমতি নিতে হবে। 

নির্মাণস্থলেই কর্মীদের থাকার ব্যবস্থা করতে হবে।

 অফিস

বেসরকারি অফিস ২৫ শতাংশ কর্মী নিয়ে কাজ করা যাবে। তবে ওয়ার্ক ফ্রম হোম করার পরামর্শ দেবে রাজ্য সরকার।

আইন ভাঙা হলে আইনানুগ ব্যবস্থা। 

অফিসের গাড়িতে চালক ছাড়া ২ জন চড়তে পারবেন।

শপিং মল ও মার্কেট কমপ্লেক্স খোলা যাবে না। সেখানে থাকা অত্যাবশ্যকীয় পরিষেবা চালু থাকে। 

ফুটপাথে হকাররা বসতে পারবেন না। পরে সিদ্ধান্ত জানানো হবে। 

আরও পড়ুন: মাস্ক না পরলে মিলবে না মদ, একজন ক্রেতা কিনতে পারবেন মাত্র ২টি বোতল- জেনে নিন নতুন নিয়ম

Gmail

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest