ওয়াশিংটন: করোনা মহামারীতে বেহাল মার্কিন যুক্তরাষ্ট্র। আক্রান্ত ৫.২৯ লক্ষ মানুষ। মৃতের সংখ্যায় ইতালিকে ছা়ড়িয়ে গিয়েছে দেশ। এর মধ্যেই অনেকটা স্বস্তি দিয়ে এক প্লেন hydroxychloroquine পৌঁছাল মার্কিন যুক্তরাষ্ট্র। বন্ধু ভারতের পাঠানো এই ওষুধ দিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে নতুন উদ্যমে মাঠে নামতে চায় ডোনাল্ড ট্রাম্পের দেশ।
আরও পড়ুন: ওলাওঠা সেকেলে, এখন ট্রেন্ডিং গালাগালি হল ‘করোনা’
খুব বিপদে পড়া দেশে হাইড্রক্সিক্লোরোকুইন সরবরাহ করা হবে বলে গত মঙ্গলবার জানিয়ে দিয়েছিল ভারত। রবিবারই আমেরিকায় পৌঁছে গেল ম্যালেরিয়ার ওই ওষুধ। এ কথা টুইট করে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিংহ সান্ধু। এ দিন নিউ জার্সির নেওয়ার্ক বিমানবন্দরে অবতরণ করে ওষুধ বোঝাই বিমান। ভারত থেকে ৩৫ লক্ষ ৮২ হাজার হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিল আমেরিকা। সেইসঙ্গে সে দেশে ওই ট্যাবলেট তৈরির জন্য ৯ মেট্রিক টন উপাদানও চেয়ে পাঠানো হয়েছে। এ দিন তরণজিৎ টুইট করে জানান, ‘‘করোনার বিরুদ্ধে লড়াইয়ে আমাদের শরিকদের পাশে দাঁড়াতে আজ হাইড্রক্সিক্লোরোকুইনের বরাত নেওয়ার্ক বিমানবন্দরে পৌঁছল।’’
Supporting our partners in the fight against #Covid19. Consignment of hydroxichloroquine from India arrived at Newark airport today. pic.twitter.com/XZ6utQ6JHr
— Taranjit Singh Sandhu (@SandhuTaranjitS) April 11, 2020
গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দেন, হাইড্রক্সিক্লোরোকুইন না পেলে ভারতকে তার ফল ভোগ করতে হবে। তার চব্বিশ ঘণ্টার মধ্যে, মঙ্গলবার হাইড্রক্সিক্লোরোকুইন রফতানি নিয়ে আগের অবস্থান থেকে কিছুটা সরে আসার কথা ঘোষণা করে নয়াদিল্লি। জানিয়ে দেওয়া হয়, করোনার মতো অতিমারিতে যে সব দেশ বেশি ক্ষতিগ্রস্ত, তাদের ওই ওষুধ সরবরাহ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও বলা হয়, এই পরিস্থিতিতে মানবতার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ নিয়ে ভারতকে অভিনন্দনও জানান মার্কিন প্রেসিডেন্ট।
আরও পড়ুন: মৃত্যুপুরী নিউইয়র্ক: করোনায় মৃতদের গণকবরে থরে থরে কফিন
আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় ভুমিকা নিতে পারে ম্যালেরিয়া প্রতিরোধী হিসাবে ব্যবহৃত ওই ওষুধটি। নিউইয়র্কে অন্তত দেড় হাজার রোগীর উপরে সেই ওষুধ পরীক্ষা করাও চলছে। গোটা আমেরিকা জুড়ে কার্যত তাণ্ডব শুরু করেছে করোনা। দেশের পাঁচ লক্ষের বেশি মানুষের করোনা ধরা পড়েছে। গোটা দুনিয়াকে ছাপিয়ে আমেরিকাতেই করোনায় মৃতের সংখ্যা এখন সবচেয়ে বেশি। মৃত সাড়ে ২০ হাজার মানুষের মধ্যে শুধু মাত্র নিউইয়র্ক শহরেই মৃত্যু হয়েছে ৬ হাজার ৩০০ জনের।
আরও পড়ুন: করোনার গ্রাসে সৌদি রাজপরিবার! আক্রান্ত অন্তত ১৫০ সদস্য