বাড়ছে উদ্বেগ! দেশে করোনা আক্রান্তের সংখ্যা ৮০০০ ছাড়াল, মৃত ২৭৬

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নয়াদিল্লি: ভারতে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা ৮০০০ ছাড়াল। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, ১২ এপ্রিল, রবিবার সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৮৩৫৬। গত ২৪ ঘণ্টায় এই সংক্রমণে ৩৪ জনের মৃত্যু হয়েছে। ভারতে এই মুহূর্তে মৃতের সংখ্যা ২৭৩। এখনও পর্যন্ত ৭১৬ জন করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠেছেন। অর্থাৎ এই মুহূর্তে দেশে করোনা অ্যাকটিভ কেসের সংখ্যা ৭৩৬৭।

আরও পড়ুন: জেনারেল ওয়ার্ডে করোনা রোগী! সংক্রমণের শঙ্কায় বন্ধ হল RG Kar-এর ২ বিভাগ

সংক্রমণের নিরিখে সারা দেশে এখনও পর্যন্ত প্রথমেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে ১ হাজার ৭৬১ জন করোনা আক্রান্ত হয়েছেন। সারা দেশের তুলনায় মৃত্যুও বেশি ওই রাজ্যে। মোট ১২৭ জনের মৃত্যু হয়েছে। দিল্লিতেও করোনা আক্রান্তের সংখ্যা ১ হাজার পেরিয়ে গিয়েছে। এর পরেই রয়েছে তামিলনাড়ু। সেখানে করোনা আক্রান্ত ৯৬৯ জন। গোটা দেশের নিরিখে চতুর্থ স্থানে উঠে এসেছে রাজস্থান। সেখানে করোনা ধরা পড়েছে ৭০০ জনের। এর পর রয়েছে মধ্যপ্রদেশ (৫৩২)।

আরও পড়ুন: মৃত্যুপুরী নিউইয়র্ক: করোনায় মৃতদের গণকবরে থরে থরে কফিন

কেরলে অবশ্য সংক্রমণে বেশ খানিকটা রাশ টানা গিয়েছে। রাজ্যের হাসপাতালগুলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা কমছে। এখনও পর্যন্ত ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬৪। আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার সংখ্যাও বাড়ছে। এখনও পর্যন্ত সারা দেশে ৭১৫ জন সুস্থ হয়ে উঠেছে।

আরও পড়ুন: ৩০ এপ্রিল পর্যন্ত বাড়াল রাজ্যের লকডাউনের মেয়াদ, সব স্কুল-কলেজ ১০ জুন পর্যন্ত বন্ধ- ঘোষণা মুখ্যমন্ত্রীর

Gmail
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest