ওয়েব ডেস্ক: করোনাভাইরাস নিয়ে চিন্তিত সবাই। লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে অনেক গুজব ছড়াচ্ছে। কেউ বলছেন লকডাউন ঘোষণা হয়ে গিয়েছে, অনেক বলছেন মধু খেলেই সেরে যাবে করোনাভাইরাস।কিন্তু এই সব দাবির পিছনে সত্যিটা কী? করোনাভাইরাস সংক্রান্ত সর্বশেষ খবর এখন হোয়াটসঅ্যাপেই পেয়ে যাবেন। কেন্দ্রীয় সরকার এমন একটি প্রক্রিয়া শুরু করেছে তাকে প্রশ্ন করলেই করোনা সম্পর্কিত তথ্য সবাইকে জানিয়ে দেবে।
আরও পড়ুন: বিদেশ থেকে ফিরে বালীগঞ্জের আবাসনে ঘোরাঘুরি, ২ মহিলাকে ফোর্স কোয়ারেন্টাইনে পাঠাল পুলিশ
https://twitter.com/nppa_india/status/1240822980550119425
9013151515- এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারেন করোনাভাইরাস সংক্রান্ত তথ্যের জন্য।
করোনাভাইরাসের জেরে ইতিমধ্যে ভারতে অসুস্থ ২২৩। এরমধ্যে মারা গিয়েছেন চারজন। করোনা রোধে ২২ মার্চ জনতা কার্ফুউ-র আহ্বান করেছেন প্রধানমন্ত্রী। ওইদিন থেকে ভারতে কোনও বাণিজ্যিক বিমান চলবে না এক সপ্তাহের জন্য।