If you pass madhyamik, you will get a job in the post office, find out the last day of application

মাধ্যমিক পাশ করলেই মিলবে পোস্ট অফিসে চাকরি, জেনে নিন আবেদনের শেষ দিন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতীয় ডাক বিভাগে (India Post) চার হাজারেরও বেশি শূন্যপদে মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ আর সাইকেল চালাতে জানা কর্মী নিয়োগ করা হচ্ছে। আজই এই চাকরির জন্য আবেদনের শেষ দিন। চলুন এই নিয়োগ সম্পর্কে সবিস্তারে জেনে নেওয়া যাক…

প্রচুর শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদে নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)। মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ আর সাইকেল চালাতে জানলেই এই পদের জন্য আবেদন করা যাবে।

ভারতীয় ডাক বিভাগের (India Post) প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট ৪,২০০টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) নিয়োগ করছে ভারতীয় ডাক বিভাগ (India Post)।

আবেদনকারীকে ন্যূনতম মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় পাশ হতে হবে। এই পদের জন্য ইচ্ছুক প্রার্থীর মাধ্যমিক বা সমতুল্য বোর্ডের পরীক্ষায় অঙ্ক, স্থানীয় ভাষা ও ইংরাজিতে পাশ নম্বর থাকতেই হবে।

শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কম্পিউটার সরকার স্বীকৃত যে কোনও শিক্ষাকেন্দ্র থেকে অন্তত ৬০ দিনের কম্পিউটারের বেসিক প্রশিক্ষণের সার্টিফিকেট থাকলে অগ্রাধিকার মিলবে। এর পাশাপাশি আবেদনকারীকে সাইকেল চালানোয় পারদর্শী হতে হবে। মোটরসাইকেল চালাতে জানলেও এই পদের জন্য আবেদন করা যাবে।

আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত আসনের প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।যোগদানের সময় গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদের মাসিক বেতন ১০,০০০ টাকা থেকে ১৪,৫০০ টাকা পর্যন্ত। পরে বেতন বাড়বে। গ্রেড পে কত তা এখনও জানানো হয়নি।

ভারতীয় ডাক বিভাগে (India Post) চলা এই নিয়োগ প্রক্রিয়ায় উত্তরপ্রদেশ সার্কেলে ৪,২০০টি শূন্যপদে গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) নিয়োগ করা হবে। ইচ্ছুক প্রার্থীরা https://indiapostgdsonline.in লিঙ্কে গিয়ে ২২ সেপ্টেম্বর পর্যন্ত গ্রামীণ ডাক সেবক (Gramin Dak Sevak বা GDS) পদের জন্য আবেদন জানাতে পারবেন।

আবেদন জানানো সম্পূর্ণ হওয়ার পর আবেদনকারীরা একটি রেজিস্ট্রশন স্লিপ পাবেন। এই নিয়োগ সম্পর্কে আরও জানতে এই https://indiapostgdsonline.in লিঙ্কে ক্লিক করুন।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest