Kajol: Kajol's deepfake video goes viral on social media

Kajol: ক্যামেরার সামনে পোশাক বদলাচ্ছেন কাজল! এবার ডিপফেকের শিকার বলি অভিনেত্রী?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ক্যামেরা চলছে। তার সামনেই পোশাক বদাচ্ছেন এক নারী, অবিকল কাজলের মতো দেখতে। সম্প্রতি এই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমের পাতায়। এটা দেখা মাত্রই অনেকেরেই সন্দেহ হতে থাকে। তিনি কি আদৌ কাজল? অবশেষে প্রকাশ্যে সত্যিটা। আসলে রশ্মিকা, ক্যাটরিনার পর ডিপফেক ভিডিয়োর শিকার হলেন কাজল।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, কাজল পোশাক বদলাচ্ছেন। এই ভিডিও ভাইরাল হতেই সাইবার সেল নড়েচড়ে বসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন এই ভিডিও একেবারেই ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে এবং ভিডিওটিও বেশ পুরনো।জানা গিয়েছে, আসল ভিডিওটি এক টিকটক ব্যবহারকারীর। যিনি ফ্যাশন সংক্রান্ত টিপস দেওয়ার জন্যই এই ধরনের ভিডিও আপলোড করেছিলেন। সেই মহিলার মুখেই বসিয়ে দেওয়া হয়েছে কাজলের মুখ।

গত সপ্তাহে যেমন অভিনেত্রী রশ্মিকা মান্দানার একটি ডিপফেক ভিডিয়ো নিয়ে শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। যেখানে জারা পাটেল নামে এক ইন্দো-আমেরিকান মহিলার উপর বসানো হয়েছিল রশ্মিকার মুখ। ডিপনেক উন্মুক্ত কালো বডি হাগিং ড্রেসে রশ্মিকার সেই ডিপফেক ভিডিয়ো ভাইরাল হতেই প্রতিবাদে সরব হয়েছিলেন খোদ বিগ বি অমিতাভ বচ্চন। গত ১০ নভেম্বর ওই ভিডিয়োর নেপথ্যে থাকা অপরাধীদের পাকড়াও করতে উদ্যোগ নেয় দিল্লি পুলিশ। দিল্লির মহিলা কমিশনের নোটিস পাঠানোর পর দায়ের করা হয় এফআইআর। বিহারের ১৯ বছর বয়সি কিশোরই নাকি রশ্মিকার প্রথম ওই ভিডিয়ো সমাজমাধ্যমের পাতায় আপলো়ড করে শেয়ার করেন। গত ১০ নভেম্বর ভারতীয় দণ্ডবিধির ৪৬৫, ৪৬৯ ধারায় এবং তথ্যপ্রযুক্তি সংক্রান্ত আইনের ৬৬সি ও ৬৬ই ধারায় দিল্লি পুলিশের তরফে দায়ের করা হয়েছিল এফআইআর।

তবে শুধু রশ্মিকা নন, ‘টাইগার ৩’ ছবিতে ক্যাটরিনা কইফের তোয়ালে জড়িয়ে মারপিটের দৃশ্যের ছবিও একই ভাবে বিকৃত করা হয়।এবার ব্রিনের শরীরে বসানো হয়েছে কাজলের মুখ। ডিপফেক সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, ক্যামেরার সামনেই নগ্ন হয়ে পোশাক বদলাচ্ছেন কাজল। যা নিয়ে আবার হইচই পড়ে গিয়েছে। যদিও ছবি বিকৃতি করার বিরুদ্ধে ইতিমধ্যেই আইন প্রনয়ণের দাবি জানিয়েছেন তারকারা।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest