This is how much Mahesh Babu charges for a film

Mahesh Babu: ‘বলিউড তাঁর পারিশ্রমিক দিতে পারবে না’, জানেন তেলুগু সুপারস্টারের পারিশ্রমিক কত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আগেই বোমা ফাটিয়েছিলেন দক্ষিণী সুপারস্টার মহেশ বাবু। বলেছিলেন, হিন্দি ছবির ইন্ডাস্ট্রি তাঁর সঠিক মূল্য বুঝতে পারবে না। তাঁকে উপযুক্ত পারিশ্রমিকও দিতে পারবে না বলিউড। তাই মনের টান যেখানে, সেই দক্ষিণী ইন্ডাস্ট্রিতেই থাকতে চান। তেলুগু তারকার এ হেন মন্তব্যে শোরগোল পড়তে দেরি হয়নি। অনেকেই এ বার পাল্টা তোপ দেগেছেন মহেশের বিরুদ্ধে। তাঁদের প্রশ্ন, বলিউডে তো ‘উপযুক্ত পারিশ্রমিক’ পাবেন না! কিন্তু তেলুগু ছবি থেকেই বা কত টাকা রোজগার করেন মহেশ?

বেশ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল যে বলিউডে ডেবিউ করতে চলেছেন তেলুগু সুপারস্টার মহেশ বাবু। তবে সম্প্রতি সেই জল্পনা কার্যত উড়িয়ে দিয়েছেন মহেশ বাবু। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,’সম্প্রতি বেশ অনেকগুলোই হিন্দি ছবির অফার পেয়েছেন তিনি। কিন্তু আমার মনে হয় না যে আর্থিকভাবে তাঁরা আমার খরচ বহন করতে পারবে। যে স্টারডম ও সম্মান আমি দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির থেকে পেয়েছি সেটা বিশাল। তাই এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও যাওয়ার প্রশ্নই ওঠে না।’

আরও পড়ুন: Munawar Faruqui: ‘লক আপ’-এর প্রথম সিজন জিতে নিলেন মুনাওয়ার ফারুকি, স্বপ্নের পুরস্কার এল ঝুলিতে

দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেতা নাকি রোজগারের দিক থেকে দেশের প্রথমসারির অভিনেতাদের মধ্যে রয়েছেন। তা ফি-ছবিতে মহেশের আয় কত? ট্রেড এক্সপার্ট রমেশ বালার দাবি, ‘‘প্রতি ছবি থেকে মহেশ বাবু ৩৫-৪০ কোটি টাকা রোজগার করেন বলে অনুমান করতে পারি। যদিও প্রতিটি ছবির উপর তা নির্ভর করে। কারণ প্রত্যেকটা প্রজেক্টেই তো এই পারিশ্রমিকের হেরফের হতে পারে।’’

নেটমাধ্যমে মহেশের মন্তব্য নিয়ে হইচই আগেই শুরু হয়েছিল।  বুধবার তাঁর টিমের তরফ থেকে একটি প্রেস রিলিজ জারি করা হয় যেখানে বলা হয় তিনি কোনওভাবেই বলিউডকে ছোট করতে চাননি। সব ভাষাকেই তিনি সমান সম্মান করেন।

আরও পড়ুন: Bengali Film: মুক্তি পেল রাজ্ চক্রবর্তী পরিচালিত ‘হাবজি গাবজি’-র নতুন গান ‘দূরে’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest