Veteran composer Abhijit Bandyopadhyay passed away

Abhijit Banerjee: ‘এখনও সারেঙ্গিটা বাজছে’… প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্য়ায় (Abhijit Banerjee )। লতা মঙ্গেশকর, সন্ধ্যা মুখোপাধ্যায়, বাপি লাহিড়ীর প্রয়াণের পর, সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু সংবাদ পেয়ে শোকের ছায়া সংগীত মহলে।

হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে, শ্যামল মিত্র সহ সেই সময়ের একাধিক শিল্পীর গান বেজে উঠেছিল তাঁর সুরে। হৈমন্তী শুক্লার গাওয়া বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’র সুরকারও তিনিই। সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান সুরকারের প্রয়াণের খবর জানিয়েছেন সৈকত মিত্র, রূপঙ্কর বাগচী।

বিশিষ্ট সুরকারের প্রয়াণে শোকবার্তা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি লিখেছেন, ‘তাঁর সঙ্গীত পরিচালনায় গান গেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়, লতা মঙ্গেশকর, আশা ভোঁশলের মতো প্রবাদপ্রতিম শিল্পীরা। তাঁর সঙ্গীত পরিচালনায় উল্লেখযোগ্য অ্যালবাম: অন্তর মন্দিরে জাগো, মেঘের সমুদ্দুরে, নিরুদ্দেশের পথিক, তিস্তা আমার, সূর্যের এক নাম বিবেকানন্দ। সুরারোপিত উল্লেখযোগ্য গান: ও পাখি উড়ে আয়, যদি কানে কানে ইত্যাদি।’ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের পরিবার-পরিজন ও অনুরাগীদের সমবেদনা জানিয়েছেন মমতা।

আরও পড়ুন: শপথবাক্য পাঠ করে বিয়ে করলেন ফারহান ও শিবানী, দেখুন বর-কনে হিসেবে প্রথম ছবি

বিশিষ্ট সঙ্গীতশিল্পী অরুন্ধতী হোমচৌধুরী শোকপ্রকাশ করে জানিয়েছেন, ‘আমাদের সময় যেন দ্রুত ফুরিয়ে যাচ্ছে। একে একে চলে যাচ্ছেন গীতিকার, সুরকার, শিল্পীরা। আমার বহু ছবির গানের সুরকার অভিজিৎদা।’ রূপঙ্করের আফশোস, ‘চলে গেলেন মেসোমশাই!’ গায়কের কথায়, ‘‘বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। মাঝে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন। দিন কয়েক আগে ছাড়া পেয়ে বাড়িতে ফেরেন সুরকার। সোমবার সকালেই খবর পাই, তিনি নেই!’’

প্রয়াত সুরকার রেখে গিয়েছেন স্ত্রী, দুই পুত্র এবং এক কন্যা সন্তানকে। শেষ শ্রদ্ধা জ্ঞাপনে প্রয়াত গীতিকার-সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের দেহ শায়িত থাকবে ‘বাণীচক্র-এ।

আরও পড়ুন: Nusrat Imrose Tisha: মেয়েকে সঙ্গে নিয়ে প্রথম জন্মদিন উদযাপন তিশার, আনন্দে মাতোয়ারা ফারুকী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest