Security beefed up near Salman khan's house

Salman Khan: সলমনের বাড়ির সামনে আর ভিড় করতে পারবেন না ভক্তরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সলমন খানকে দেওয়া খুনের হুমকি মোটেও হালকাভাবে নিতে রাজি নয় মুম্বই পুলিশ। বাড়িয়ে দেওয়া হয়েছে বলিউডের সুলতানের নিরাপত্তা। এর পাশাপাশি সুপারস্টারের বাড়ির সামনে ভক্তদের ভিড়ও নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এদিকে যাঁর কারণে এত সব আয়োজন, নিরাপত্তা; সেই সালমান কিন্তু খোশমেজাজে আছেন। আবার এদিকে ছেলের চিন্তায় বাবা সেলিম খানের রাতের ঘুম চলে গেছে বলে জানা গেছে।

কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগের পর থেকেই গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের বিষ নজরে সলমন। বিষ্ণোই গ্যাংয়ের বার বার প্রাণনাশের হুমকির জেরে এর আগেও সলমনের নিরাপত্তা বাড়িয়ে Y+ ক্যাটাগোরি হয়েছিল। এত কিছু সত্ত্বেও গতবছর সলমন খানের বাবা সেলিম খানকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। তারপরই মুম্বই পুলিশের কাছে আত্মরক্ষার্থে অস্ত্র রাখার আবেদন জানিয়েছিলেন সলমন। কিছুদিন আগে আবার হুমকি ই-মেল আসে অভিনেতার বন্ধু তথা ম্যানেজার প্রশান্ত গুঞ্জালকরের কাছে।

হুমকি বার্তাটি লরেন্স বিষ্ণোইয়ের ঘনিষ্ঠ গোল্ডি ব্রারের নাম করে দেওয়া হয়। আর তাতে প্রশান্তকে উদ্দেশ্য করে লেখা, “তোর বস সলমনের সঙ্গে গোল্ডি ভাই দেখা করবে। ইন্টারভিউ (লরেন্স বিষ্ণোইর) দেখেই ফেলেছে ও, না দেখলে দেখে নিতে বলিস। ম্যাটার ক্লোজ করতে হলে কথা বলিয়ে দিস, সরাসরি বলতে হলেও জানিয়ে দিস। সময় আছে বলেই এবার শুধু বললাম, পরেরবার ঝটকা দেখতে পাবি।” এমন ই-মেল পেয়ে বান্দ্রা থানায় গিয়ে এফআইআর দায়ের করেন প্রশান্ত। তারপরই সলমন খানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয়। অভিনেতার বাড়িটি প্রায় দুর্গে পরিণত হয়েছে।

সলমানের ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন সলমান নিজে এই অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থার বিপক্ষে ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যক্তি আরও জানিয়েছেন,সলমানের মতে, নিরাপত্তাব্যবস্থা বাড়ানোর ফলে যারা হুমকি দিচ্ছে, তাদের আরও গুরুত্ব দেওয়া হচ্ছে বলে মনে হচ্ছে। ভয় পেয়ে যত বেশি নিরাপত্তা চক্র বাড়ানো হবে, তারা তাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে ততটাই সফল হবে। এ ছাড়া সলমান সব সময় খোলামেলাভাবে বাঁচতে ভালোবাসেন।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest