Aadhaar card must be updated every 10 years! New planning center

১০ বছর অন্তর আধার কার্ড আপডেট করতে হবে! নয়া পরিকল্পনা কেন্দ্রের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বর্তমানে আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয় একটি ডকুমেন্টস। ব্যাঙ্কের অ্যাকাউন্ট খোলা থেকে শুরু করে সরকারি স্কিমের সুবিধা পেতে এখন আধার কার্ড অত্যন্ত প্রয়োজনীয়। এবার বড় আপডেট এল আধার কার্ড সম্পর্কিত। ১০ বছর অন্তর ব্যবহারকারীদের আধার কার্ড আপডেট করার পরিকল্পনা নিয়ে ভাবনা চিন্তা করছে। সাধাারণ মানুষকে ১০ বছর অন্তর নিজেদের আধার কার্ডের তথ্য আপডেট করতে উৎসাহিত করবে কেন্দ্র। সরকারি সূত্র মারফত এখবর জানা গিয়েছে। বর্তমানে শুধুমাত্র ৫ থেকে ১০ বছরের বাচ্চাদেরই আধার তথ্য আপডেট করা আবশ্যক।

সূত্রের উদ্ধৃতি করে সংবাদ সংস্থা জানিয়েছে, “UIDAI সাধারণ মানুষকে ১০ বছরে একবার তাঁদের আধার কার্ডের বায়োমেট্রিক্স, ডেমোগ্রাফিক্স ইত্যাদি আপডেট করতে দারুণ উৎসাহিত করবে। প্রতি ১০ বছর অন্তর এই কাজে উৎসাহিত করা হবে সকলকে।” আপাতত সূত্র মারফত খবর, একটি নির্দিষ্ট বছর পর সেই তথ্য আর আপডেট করতে হবে না। হতে পারে সেই বয়স ৭০ বছর।

একটি রিপোর্ট বলছে, বর্তমানে দেশের বেশিরভাগ লোক Unique Identification Authority of India (UIDAI) -এর আওতায় এসেছে। শুধুমাত্র মেঘালয়, নাগাল্যান্ড এবং লাদাখের অল্প কিছু শতাংশ মানুষ এখনও আধারের আওতায় আসেনি।

বাড়িতে বসেই আধার আপডেট করা যেতে পারে Aadhaar

র্তমানে আধার কার্ড আপডেট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুকিং বা আধার সেবা কেন্দ্রে যাওয়ার কোনও প্রয়োজনও নেই। নতুন চালু হওয়া পোর্টালের নাম Aadhar Self Service Update Portal (SSUP)। কী ভাবে আধার কার্ড আপডেট করতে হবে? জেনে নেওয়া যাক।

1. প্রথমে Aadhar Self Service Update Portal (SSUP) ssup.uidai.gov.in/ssup-এর ওয়েবসাইটে যেতে হবে।
2. হোমপেজে Procced to Update অপশনে এগিয়ে যান।
3. এখানে আধার কার্ড নম্বর দিতে হবে ও ক্যাপচা কোড লিখতে হবে।
4. রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সেখানে OTP বসাতে হবে।
5. OTP দিলে লগইন করা হবে এবং আধার কার্ড আপডেট করার অপশন খুলে যাবে।
6. এখানে Update address by security code এর মাধ্যমে ঠিকানা আপডেটের অপশন পাওয়া যাবে। এছাড়াও Update Demographic Data Including Address এর অপশনও থাকবে।
7. পাশাপাশি ভাষা, লিঙ্গ, ঠিকানা, মেইল, নাম, জন্ম তারিখ পরিবর্তনের অপশনও দেখা যাবে।
8. যে জিনিসটি আপডেট করতে চান, সেটিকে সিলেক্ট করে পরবর্তী আপডেট করতে হবে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest