Gold Price Today: Gold price hiked, silver price remains unchanged

Gold Price Today : একলাফে বাড়ল সোনা -রূপোর দাম, দেখে নিন হলমার্কের দর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest
একধাক্কায় ৫০ হাজারের গন্ডি পেরিয়ে গেল ২২ ক্যারেট সোনার দাম। ২২ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫১,৯৯০টাকা। ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের আজকের দাম ৫৬,৭২০ টাকা। কলকাতার বাজারে ১ কেজি রূপোর আজকের দাম ৬৮,৬০০ টাকা। যা গতকালের তুলনায় সামান্য কমেছে।বেশ কয়েকদিন ধরেই সোনা ও রূপোর দামে হেরফের শুরু হয়েছে। আজ কমছে তো কালই বাড়ছে হুড়মুড়িয়ে। আর সোনার দাম বাড়লেই পকেটে টান পড়ছে মধ্যবিত্তের। সোনার গহনার পাশাপাশি রূপোর ট্রেন্ডি কালেশকনও জায়গা করে নিয়েছে ক্রেতাদের মনে। সোনা কেনার আগ্রহ বছরভর থাকে মানুষের মধ্যে। তবে বিয়ের মরশুমের আগে যে হারে সোনার দাম বাড়ছে তাতে নাভিশ্বাস অবস্থা সাধারণ মানুষের।

শনিবার সকাল ১১ টা অনুযায়ী কলকাতায় সোনা-রুপোর দাম 

  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৫,২২০
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৪১,৭৬০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৫২,২০০ টাকা
  • ২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৫,২২,০০০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,৬৯৫ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪৫,৫৬০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫৬,৯৫০ টাকা
  • ২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,৬৯,৫০০ টাকা
  • ১ কেজি রুপোর বাটের দাম : ৬৮,৬০০ টাকা
 বিয়ের মরশুমে আগে সোনার দাম একলাফে এতটা বাড়াতেই মাথায় হাত পড়েছে মধ্যবিত্তের। ফের একধাক্কায় ৫০ হাজারের গন্ডি পার করল সোনার দাম। সোনার দাম প্রতিদিনই বাড়ছে একটু একটু করে।
শুক্রবারের তুলনায় সোনার দাম ফের বেড়ে গেল। তবে শুধু সোনার দাম নয় রূপোর দামও পাল্লা দিয়ে বাড়ছে। অগ্নিমূল্য বাজারে সবকিছুর দামই আগুন। গ্যাসের দাম থেকে পেট্রোলের দাম সবই আকাশছোঁয়া। তার উপর বিশ্ব বাজারে অব্যাহত সোনার দাম। কয়েকদিন আগেও সোনার দাম রেকর্ড গড়েছিল। বিয়ের মরশুমে সোনার দাম উর্ধ্বমুখী। প্রতিদিন যে একটু একটু করে বেড়ে যাচ্ছে সোনার দাম।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest