Madhya Pradesh Bus Accident, 15 dead

মধ্যপ্রদেশে মারাত্মক পথ দুর্ঘটনা,নিহত অন্তত ১৫, শিবরাজ কথা বলেছেন যোগীর সঙ্গে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মধ্য প্রদেশের রেওয়া জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন ৪০ জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।শুক্রবার (২১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে রেওয়ার সুহাগি পাহাড়ি এলাকায় ৩০ নম্বর জাতীয় সড়কে পণ্যবাহী কাভার্ড ভ্যানের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষ হয়। এতে যাত্রীবাহী বাসটি উলটে গিয়ে ঘটনাস্থলেই ১৫ জনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ২০ জনকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেওয়ার পুলিশ সুপার নবনীত ভাসিন জানিয়েছেন, দুর্ঘটনাগ্রস্ত বাসটির যাত্রীরা সকলেই উত্তরপ্রদেশের বাসিন্দা। হায়দরাবাদ থেকে গোরক্ষপুর যাচ্ছিল বাসটি। জানা গিয়েছে, যাত্রীদের অধিকাংশই শ্রমিক। দীপাবলী উপলক্ষে বাড়ি ফিরছিলেন তাঁরা। কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা জানতে তদন্ত শুরু হয়েছে।পুলিশ বলছে, হায়দ্রাবাদের তেলঙ্গানা থেকে উত্তরপ্রদেশের গোরক্ষপুরগামী ওই দূরপাল্লার বাসটিতে অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ ও গ্রামবাসীরা উদ্ধারকাজ শুরু করেন।

এ ঘটনায় শোক প্রকাশ করে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিহতদের পরিবারের সদস্যদের ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন। আর গুরুতর আহতদের চিকিৎসায় ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দুর্ঘটনার জন্য শোক প্রকাশ করে এক টুইট বার্তায় বলেছেন, দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীদের উদ্ধার করা হয়েছে।  তিনি আরো জানান,   উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest