Mukesh Ambani donates Rs 1.5 crore to Tirumala Tirupati Devasthanams

নয়া ব্যবসার আগে ভেঙ্কটেশ্বর মন্দিরে আম্বানি, দিলেন দেড় কোটির দান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার তিরুমালার মন্দির কর্তৃপক্ষের হাতে দেড় কোটি টাকার চেক তুলে দিলেন ধনকুবের মুকেশ আম্বানি (Mukesh Ambani)। তাঁর দেবভক্তি সর্বজনবিদিত। ভেঙ্কটেশ্বরের আরাধনা করতে মাঝেমধ্যেই ছুটে যান তিরুমালায়। সেখানে দানধ্যানও নেহাত কম করেন না।

শুক্রবার তিরুমালার কাছে ভেঙ্কটশ্বরের মন্দিরে দেবদর্শনে গিয়েছিলেন মুকেশ আম্বানি। সঙ্গে ছিলেন এনকোর হেলথ কেয়ারের সিইও বীরেন মার্চেন্ট এবং রিলায়েন্স ইন্ডাস্ট্রির অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা। সেখানে পুজোর্চনার পাশাপাশি মোটা অঙ্কের অনুদানও মন্দির কর্তৃপক্ষের হাতে তুলে দেন রিলায়েন্স ইন্ডাস্ট্রির কর্ণধার।

নতুন ব্যবসায় হাত দিতে চলেছে আম্বানিরা। তার আদে তিরুমালার মন্দিরে প্রার্থনা এবং দানধ্যান করলেন তিনি। সেই প্রার্থনার প্রভাব ব্যবসায় কতটা পড়ে, সেটাই এখন দেখার।

তিরুমালার মন্দিরে দীর্ঘক্ষণ প্রার্থনা করেন আম্বানি। সেই ছবি নেটদুনিয়ায় আসতেই চাঞ্চল্য ছড়ায়। প্রার্থনার পর টিটিডি অ্যাডিশনাল এক্সিকিউটিভ অফিসার এ ভেঙ্কট ধরমা রেড্ডির হাতে দেড় কোটি টাকার চেক তুলে দেওয়া হয়। পুজোআচ্চার পর পাহাড়ের গেস্ট হাউসে আধঘণ্টা মতো ছিলেন তাঁরা। তারপর আরও একটি ধর্মীয় আচরণে অংশ নেন তাঁরা। মন্দিরের গর্ভগৃহে দীর্ঘক্ষণ ধরে চলে সেই প্রার্থনা পর্ব। বৈদিক মন্ত্র উচ্চারণে সম্পন্ন হয় পুজোর্চনা। সেখান থেকে ফিরে আসার আগে মন্দিরের হাতিদেরও খাওয়ান মুকেশ আম্বানি।

গত জুন মাসে বড় রদবদল হয় রিলায়েন্স জিওতে (Reliance Jio)। চেয়ারম্যান পদ ছাড়েন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। ওই পদে বসেন মুকেশ-পুত্র আকাশ আম্বানি (Akash Ambani)। তখনই জানা গিয়েছিল রিলায়েন্স রিটেলের (Reliance Retail) চেয়ারম্যান হতে পারেন মুকেশ কন্যা ইশা আম্বানি (Isha Ambani)। বাস্তবে তাই ঘটল। এবার থেকে রিলায়েন্স রিটেলের নেতৃত্ব দেবেন মেয়ে ইশা, ঘোষণা করেন মুকেশ আম্বানি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest