Shirdi Accident: 10 Killed as Luxury Bus from Thane Collides with Truck

Shirdi Accident: সিরডি যাওয়ার পথে বাসে ধাক্কা ট্রাকের, মৃত ৭ মহিলা-সহ ১০ যাত্রী

বড়সড় দুর্ঘটনা মহারাষ্ট্রের নাসিকে। শুক্রবার সকালে নাসিক-সিরডি হাইওয়েতে ভয়াবহ এই দুর্ঘটনাটি ঘটেছে। যেখানে একটি যাত্রী বোঝাই লাক্সারি বাস ট্রাকে ধাক্কা মারে বলে জানা যাচ্ছে। আর এরপরেই বাসটি উল্টে যায় বলে খবর। এখনও পর্যন্ত এই ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ৪০ জন আহত হয়েছেন বলে খবর।

ঠাণে জেলার অম্বরনাথ থেকে ছেড়েছিল বিলাসবহুল বাসটি। সওয়ার ছিলেন ৪৫ জন যাত্রী। গন্তব্য ছিল সিরডি। পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আহতদের সিন্নার গ্রামীণ হাসপাতাল এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।

আরও পড়ুন: Keshari Nath Tripathi: প্রয়াত পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী

ঘটনায় শোকপ্রকাশ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন। দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে যানজট হয়েছে। পুলিশ দ্রুত যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা করেছে।

গত মাসেই সিন্নার-সিরডি সড়কে দুর্ঘটনায় প্রাণ গিয়েছে মা ও ছেলের। বাইকে চেপে যাচ্ছিলেন ৭০ বছরের মহিলা ও তাঁর ৩৬ বছরের ছেলে। একটি এসইউভি এসে পিছন থেকে ধাক্কা মারে। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। নাসিকের বাসিন্দা ছিলেন তাঁরা।

আরও পড়ুন: Bank Strike 2023: কেন্দ্রীয় নীতির প্রতিবাদে ধর্মঘট, জানুয়ারির শেষ চারদিন বন্ধ ব্যাংক