Yaduvansh Kumar Yadav: Former RJD MLA Yaduvansh Kumar Yadav's remark on Brahmins sparks row

Yaduvansh Kumar Yadav : ব্রাহ্মণদের জন্মভূমি নাকি রাশিয়া! ‘ভিনদেশি’দের তাড়ানোর দাবি নেতার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতে বসবাসকারী ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা নাকি ভারতীয় নন, এমনই মন্তব্য করে বিহারের রাজনীতিতে চাঞ্চল্য সৃষ্টি করেছেন আরজেডির প্রাক্তন বিধায়ক তথা দলের জাতীয় সম্পাদক যদুবংশ কুমার যাদব। তাঁর কথায়, ভারতে বসবাসকারী ব্রাহ্মণ সম্প্রদায়ের লোকেরা মূলত ভারতের নয়, এই লোকেরা রাশিয়া এবং অন্যান্য দেশ থেকে এসে ভারতে বসতি স্থাপন করেছেন। ডিএনএ পরীক্ষায় এ তথ্য জানা গিয়েছে বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এই সবা ব্রাহ্মণরা এসেছেন রাশিয়া ও অন্যান্য দেশ থেকে। তাঁদের সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়। এরপর তাঁরা সবাই ভারতে চলে আসেন।’

এর আগে যদুবংশ যাদব বলেছিলেন যে ব্রাহ্মণরা সমাজকে বিভক্ত করছেন এবং দেশবাসীকে নিজেদের মধ্যে মারামারি করতে ইন্ধন যোগাচ্ছেন। তিনি বলেছিলেন, ‘এই ব্রাহ্মণরা আমাদের সবার মধ্যে বিভেদ সৃষ্টি করার কাজ করে, এখন আমাদের তাদের এখান থেকে তাড়িয়ে দিতে হবে। এরা সবাই রাশিয়ান এবং ইউক্রেনীয়। তাঁরা সেখান থেকে এসেছেন। তাঁদের সেখান থেকে নির্বাসিত করা হয়। ডিএনএ টেস্টেও জানা গিয়েছে কোনও ব্রাহ্মণ এদেশের নয়।’

মন্তব্যের নিন্দা করে সরব হয়েছেন সোসাল মিডিয়া ব্যবহারকারীদের একাংশ। এই ধরনের মন্তব্য লজ্জাজনক বলেও জানিয়েছেন কেউ কেউ। মন্তব্যের নিন্দা করে সরব হয়েছে বিজেপিও।  সেই সঙ্গে বিতর্কিত মন্তব্যের জন্য যদুবংশের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আরজেডির কাছে আর্জি জানান। যদিও তেজস্বী যাদবের দলের তরফে এ ব্যাপারে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

এর আগে রামচরিত মানস নিয়ে শিক্ষামন্ত্রী চন্দ্রেশখরের বক্তব্য নিয়ে বেশ তোলপাড় হয়েছিল বিহারে। নালন্দা ওপেন ইউনিভার্সিটির একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন যে মনুস্মৃতিতে সমাজের ৮৫ শতাংশ মানুষকে গালাগালি দেওয়া হয়েছিল। তিনি আরও দাবি করেছিলেন, রামচরিতমানসের উত্তর কাণ্ডে লেখা আছে, নিম্নবর্ণের মানুষ শিক্ষা পেয়ে সাপের মতো বিষাক্ত হয়। এগুলো এমন বই যা ঘৃণার বীজ বপন করে। তিনি বলেন, ‘এক যুগে মনুস্মৃতি, অন্য যুগে রামচরিতমানস, তৃতীয় যুগে গুরু গোলওয়ালকরের বাঞ্চ অফ থট। এসবই দেশ ও সমাজকে বিদ্বেষে বিভক্ত করে। ঘৃণা কখনও দেশকে মহান করতে পারে না, শুধু ভালোবাসাই একটি দেশকে মহান করে তোলে।’ এরপরই শিক্ষামন্ত্রীকে সরানোর দাবি তুলেছিল বিজেপি।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest