Bidhannagar police cordon off Shuvendu Adhikari's house in Salt Lake, prevent them from entering Kolkata

শুভেন্দু অধিকারীর সল্টলেকে বাড়ি ঘিরল বিধাননগর পুলিশ, কলকাতায় ঢুকতে বাধা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা পুরভোটের (KMC Election 2021) শেষ লগ্নে সল্টলেকের বাড়িতে শুভেন্দু অধিকারীকে (Suvendu Adhikari House Arrest) গৃহবন্দি করে রাখল বিধাননগর পুলিশ (Bidhannagar Police)৷ সল্টলেকের জিসি ব্লকের ৩৫ নম্বর বাড়িতে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু ২০ জন দলীয় বিধায়কের সঙ্গে বৈঠক করছিলেন৷ আচমকাই সেই বাড়ির সামনে পৌঁছে যায় বিধাননগর পুলিশের বিশাল বাহিনী৷

বাড়ির মূল গেটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে পড়ে পুলিশ৷ বাহিনীর নেতৃত্বে বিধাননগর পুলিশের শীর্ষকর্তারা৷ সূত্রের খবর, ভোট চলাকালীন যাতে শুভেন্দু-সহ বিজেপি বিধায়করা কলকাতা পুর এলাকায় ঢুকতে না পারেন, তার জন্যই পুলিশের এই তৎপরতা৷ বিধাননগর কমিশনারেটের ডিসি (হেড কোয়ার্টার্স)-এর নেতৃত্বে পুলিশকর্মীরা বাড়ি ঘিরে ফেলেন। তবে কেন হঠাৎ শুভেন্দুর বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা হল, তা জানা যায়নি।

এই ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ অর্জুনের দাবি, ‘‘কলকাতায় ভোটের নামে প্রহসন হচ্ছে। কেন শুভেন্দুর বাড়ি ঘিরে ফেলা হল?’’ বিজেপি বিধায়কদের শুভেন্দুর বাড়ি থেকে বেরোতে না দেওয়ার অভিযোগও ওঠে। ঘটনাস্থলে উপস্থিত বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে বচসা শুরু হয় বিধাননগর পুলিশের।

জয়প্রকাশ মজুমদার জানান, পুলিশ অন্যায়ভাবে শুভেন্দু অধিকারীকে আটকে রেখেছে৷ এভাবে আটকে রাখার কোনও অধিকার পুলিশের নেই৷ তিনি বলেন, ‘তৃণমূল ভোট লুঠ করে কলকাতায় ১৪৪টা ওয়ার্ড জিততে পারে৷ কিন্তু এতে বোঝা যাচ্ছে তারা কতখানি ভয় পেয়েছে৷ বিরোধী দল হিসেবে বিজেপি রাস্তায় নামলে মানুষ চলে আসবে৷ তাই বিজেপিকে ভয়৷’ কথা প্রসঙ্গে তিনি তৃণমূলকে বিধানসভা ভাঙচুরের কথা মনে করিয়ে দিয়ে বলেন, ‘সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুলিশ আটকে দিয়েছিল৷ তার জন্য তৃণমূল সেই সময় বিধানসভায় ঢুকে মমতার নেতৃত্বে ব্যাপক তাণ্ডব করে৷’

তৃণমূলের বক্তব্য, ১৪৪ আসনে যারা প্রার্থী দিতে পারেনি, তারা অহেতুক নাটক করছে।

 

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest