অর্থে অমিত, শিক্ষামন্ত্রী ব্রাত্য, পরিবহণে ফিরহাদ, উত্তরবঙ্গে মমতা…দেখুন কে কোন দায়িত্বে

শিক্ষা দফতর হাতছাড়া হল পার্থ চট্টোপাধ্যায়ের। খাদ্য হারালেন জ্যোতিপ্রিয় মল্লিক। একনজরে দেখুন কে কোন দফতরের দায়িত্ব পেলেন -
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বহু বদল। বহু চমক। মন্ত্রীসভাকে ঢেলে সাজালেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিরাট দায়িত্ব পেলেন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা। দায়িত্ব বদল হল পার্থ চট্টোপাধ্যায়দের। দেখে নেওয়া যাক কোন গুরুদায়িত্বে কে।

মমতা বন্দ্যোপাধ্যায় : স্বরাষ্ট্র, কর্মীবর্গ, স্বাস্থ্য, ভূমি ও ভূমি সংস্কার, তথ্য ও সংস্কৃতি এবং উত্তরবঙ্গ উন্নয়ন দফতর।

অমিত মিত্র : অর্থ, পরিকল্পনা এবং পরিসংখ্যান দফতর।

পার্থ চট্টোপাধ্যায় : শিল্প, বাণিজ্য, তথ্যপ্রযুক্তি ও বৈদ্যুতিন এবং সংসদ বিষয়ক দফতর।

ব্রাত্য বসু : স্কুলশিক্ষা এবং উচ্চশিক্ষা।

আরও পড়ুন: দিল্লি দাঙ্গায়, হাথরসে কেন্দ্রীয় দল যায়নি, কিন্তু বঙ্গে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই চলে এল: মমতা

জ্যোতিপ্রিয় মল্লিক : বন এবং অপ্রচলিত ও পুনর্নবীকরণ শক্তি দফতর।

সুব্রত মুখোপাধ্যায় : পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতর।

বঙ্কিমচন্দ্র হাজরা – সুন্দরবন বিষয়ক দফতর।

মানসরঞ্জন ভুঁইয়া – জলসম্পদ বিকাশ ও উন্নয়ন।

সৌমেনকুমার মহাপাত্র – জলসেচ ও জলপথ পরিবহন।

মলয় ঘটক – আইন দফতর।

অরূপ বিশ্বাস – শক্তি, যুবকল্যাণ ও ক্রীড়া।

উজ্জ্বল বিশ্বাস – কারা দফতর।

অরূপ রায় – সমবায়।

সাধন পান্ডে – ক্রেতা সুরক্ষা ও স্বনির্ভর গোষ্ঠী।

রথীন ঘোষ – খাদ্য।

ফিরহাদ হাকিম – পরিবহন ও আবাসন।

চন্দ্রনাথ সিনহা – ক্ষুদ্র, ছোটো ও মাঝারি এবং বস্ত্র দফতর।

শোভনদেব চট্টোপাধ্যায় – কৃষি।

শশী পাঁজা – শিশু ও নারীকল্যাণ।

গুলাম রব্বানি – সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা।

জাভেদ খান – বিপর্যয় মোকাবিলা।

স্বপন দেবনাথ – প্রাণীসম্পদ দফতর।

সিদ্দিকুল্লা চৌধুরী – গণশিক্ষার প্রসার ও গ্রন্থাগার।

বিপ্লব মিত্র – কৃষি বিপণন।

পুলক রায় – জনস্বাস্থ্য ও কারিগরি।

আরও পড়ুন: ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত প্রায় সাড়ে ১৯ হাজার, ঊর্ধ্বমুখী সুস্থতার হার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest