এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম, বাড়ল পেট্রোল–ডিজেলের দামও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম। এক লাফে ৫০ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম। কলকাতায় গ্যাসের দাম হল ৬৭০ টাকা ৫০ পয়সা। ডিসেম্বর মাসের শুরুতেই ফের মধ্যবিত্তের হেঁসেলে আগুন। শীতকালে ঘরে ঘরে রান্নার গ্যাসের খরচ তুলনামূলক বেশি হয়। সুতরাং দাম বেড়ে যাওয়ায় সংকট বাড়বে মধ্যবিত্তের। আলু, পেঁয়াজ, সবজির দাম আগুন বাজারে। তার উপর রান্নার গ্যাসের দাম বৃদ্ধিতে আরও চাপ বাড়বে মধ্যবিত্তের বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: অভিষেকের ফোনে মমতা-শুভেন্দু কথা, ২ ঘণ্টা বৈঠকের পর কি তাহলে বরফ গলছে?

গত ২৬ নভেম্বর দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে ধর্মঘটের ডাক দিয়েছিল বামেরা। গত জুলাই মাসে ৪ টাকা ৫০ পয়সা বেড়েছিল গ্যাসের দাম। গত জুন মাসে ৩২ টাকা বেড়েছিল গ্যাসের দাম। গত ফেব্রুয়ারি মাসে ১৪৯ টাকা দাম বেড়েছিল গ্যাসের। সেটাই এই বছরের সর্বোচ্চ দামবৃদ্ধি।

উল্লেখ্য, শুধু রান্নার গ্যাসের দাম বৃদ্ধি নয়— পেট্রোল ও ডিজেলের দামও বেড়েছে শহরে। পেট্রোলের দাম বেড়েছে ১৫ পয়সা আর ডিজেলের দাম বেড়েছে ২৩ পয়সা। কলকাতায় আজ পেট্রোলের দাম ৮৪.০২ টাকা। ডিজেলের দাম ৭৬.২২ টাকা। গতকাল কলকাতায় এক লিটার পেট্রোলের দাম ছিল ৮৩.৮৭ টাকা, ডিজেলের দাম ছিল ৭৫.৯৯ টাকা।

আরও পড়ুন: সকলকে বিনামূল্যে টিকা নয়, ১৮০ ডিগ্রি ঘুরল কেন্দ্র

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest