কলকাতায় শুরু হল মেট্রো রেল চলাচল !

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকার (নিট) পরীক্ষার্থীদের জন্য মেট্রো চলছে। আগামিকাল (সোমবার) থেকে মেট্রো পরিষেবা পুরো চালু হওয়ার আগে আজ (রবিবার) নিট পরীক্ষার্থীদের মতো পরীক্ষায় বসছে মেট্রো কর্তৃপক্ষও। (ছবি সৌজন্য, ফেসবুক কলকাতা মেট্রো)

নিউ নর্মাল’ মেনে আবার কলকাতায় শুরু হল মেট্রো পরিষেবা। স্টেশনে ঢোকার মুখে যাত্রীদের থার্মাল স্ক্রিনিং করা হচ্ছে। আজ সকাল ১০ টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেট্রো চলবে। নোয়াপাড়া থেকে কবি সুভাষের দিক থেকে ১৫ মিনিট অন্তর মেট্রো ছাড়বে। নিটের দিন মেট্রো সচল হওয়ায় স্বস্তিতে পড়ুয়ারাও। এক পরীক্ষার্থী বলেন, ‘মেট্রো চালু হওয়ায় আমাদের খুব সুবিধা হয়েছে।’

আরও পড়ুন : প্রতিহিংসার রাজনীতি!‌ ‌দিল্লি হিংসার ঘটনায় চার্জশিটে নাম যোগেন্দ্র যাদব, ইয়েচুরি সহ ৫ বিশিষ্ট ব্যাক্তির

শুধু স্মার্ট কার্ড থাকলেই মেট্রোয় চাপা যাবা না। তার জন্য আগে থেকে বুক করতে হবে সিট। অর্থাৎ স্মার্ট কার্ড না থাকলেও মেট্রোয় টিকিট বুক করা যাবে।

দেখে নিন মেট্রোর নতুন নিয়মাবলী-

  • মেট্রো স্টেশনে ঢুকতে গেলে নাক-মুখ ঢেকে মাস্ক পরা বাধ্যতামূলক। মাস্ক না থাকলে কিনে নিয়ে পরতে হবে। কিন্তু মাস্ক ছাড়া মেট্রো স্টেশনে প্রবেশ নিষিদ্ধ।
  • প্রতিটি স্টেশন কীটনাশক দিয়ে স্যানিটাইজ করে রাখতে হবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। যে সব স্থানে যাত্রীদের অবস্থান থাকে সেসব জায়গা ঘন ঘন স্যানিটাইজ করাতে হবে।
  • ওয়াশরুম, এসক্যালেটর, বুকিং কাউন্টার, দেওয়ালসহ যে সব জায়গায় বেশি হাত পড়ে, সেগুলি ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।
  •  স্টেশনে ঢোকার আগে ফোনে ইন্সটল করতে হবে আরোগ্য সেতু অ্যাপ। তাহলে আসেপাশে কোনও করোনা আক্রান্ত থাকলে জানিয়ে দেবে আপনার ফোন।
  •  প্ল্যাটফর্মে ঢুকতে গেলে লাগবে স্মার্টকার্ড। আপাতত টোকেন দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে মেট্রো কর্তৃপক্ষ।
  • বুকিং কাউন্টার, প্ল্যাটফর্ম, এএফসি গেটে দাঁড়ানোর সময় যাত্রীদের মধ্যে ছফিট দূরত্ব বজায় রাখতে হবে।
  • প্ল্যাটফর্মে প্রবেশের আগে থার্মাল গান দিয়ে মাপা হবে যাত্রীর দেহের তাপমাত্রা। তা ৯৭ ডিগ্রি ফারেনহাইটের কম হলে তবেই মিলবে স্টেশনে ঢোকার অনুমতি।
  • স্টেশনে নির্দিষ্ট গেট দিয়ে প্রবেশ করতে হবে। বেরোতে হবে নির্দিষ্ট গেট দিয়ে।
  • সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে ট্রেন। শেষ ট্রেন নির্ধারিত স্টেশন থেকে সন্ধ্যে সাতটায় রওনা দেবে।
  • কনটেনমেন্ট জোনে স্টেশন বন্ধ থাকবে।

যা করা যাবে না

  • মেট্রো স্টেশনে কোথাও থুতু ফেলবেন না। এমনিতেই থুতু ফেলার অভ্যাস নিয়ে যথেষ্ট কড়া মেট্রো কর্তৃপক্ষ। এবার সেই কড়াকড়ি আরও বাড়নো হবে বলে জানানো হয়েছে। স্টেশন, প্ল্যাটফর্ম, এমনকী রেল লাইনেও থুতু ফেলা নিষিদ্ধ হয়েছে।
  • জ্বর বা করোনার অন্য উপসর্গ থাকলে মেট্রো স্টেশনে প্রবেশের অনুমতি মিলবে না।
  • শিশু ও প্রবীণ নাগরিকরা মেট্রোয় চড়তে পারবেন না।
  • লিফটে ৩ জনের বেশি ওঠা নিষিদ্ধ।
  • x লেখা সিটগুলিতে যাত্রীরা বসতে পারবেন না।

কর্মীদের জন্য নিয়ম

  • বিরতিতে হাত সাবান দিয়ে ধুতে হবে। ঘন ঘন স্যানিটাইজ করতে হবে।
  • ফেস মাস্ক ও গ্লাভস বাধ্যতামূলক। খালি হাতে কোনওভাবেই নাক, মুখ ছোঁয়া যাবে না।
  • হাউজ কিপিং স্টাফদের শীঘ্রই টুপি ও অ্যাপ্রন দেওয়া হবে।
  • বুকি কাউন্টারে সব সময় ছফিট দূরত্ব বজায় রাখতে হবে।

আরও পড়ুন : বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরিকে ‘ফেরত পাঠানো হবে’, আশ্বাস আমেরিকার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest