‘নিজেকে ঢাকতে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী, নিজের কথাকে চীনের হাতিয়ার করে দিচ্ছেন’,লাদাখ কাণ্ড নিয়ে তোপ পূর্বসূরীর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: গালওয়ানে ইন্দো-চিন সীমান্ত ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শব্দ চয়ন নিয়ে রীতিমতো সতর্ক করলেন তাঁর পূর্বসূরী ডঃ মনমোহন সিং। প্রাক্তন প্রধানমন্ত্রী এদিন জানান, ‘নিজের কথাকে চিনের হাতিয়ার করে দিচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী।’

প্রধানমন্ত্রী মোদীকে চিঠিতে ডঃ মনমোহন সিং লিখেছেন, ‘চিন নির্লজ্জ ও বেআইনিভাবে ভারতের ভূখণ্ড গালওয়ান, প্যাংগং টিএসও দাবি করছে। এর জন্য বেশ কয়েকবার গত এপ্রিল থেকেই আক্রমণ চালিয়েছে তারা। চিনের এই হুমকির কাছে ভয় পেয়ে আমাদের ভূখণ্ড নিয়ে আপোস করা উচিত নয়। ভারতীয় প্রধানমন্ত্রীর ব্যবহৃত কথাকে যাতে চিন হাতিয়ার করে নিজেদের সব অভিযোগ ঝেড়ে ফেলতে পারে সেদিকে লক্ষ রেখে সতর্ক হওয়া প্রয়োজন। সংকট মোকাবিলায় সরকারের সব বিভাগের একযোগে কাজও নিশ্চিৎ করতে হবে।’

আরও পড়ুন: আর কটা দিন সবুর করুন,করোনার ওষুধ নিয়ে তৈরি সিপলা, আসছে ‘ভারতীয়’ রেমডেসিভির!

শুক্রবার সর্বদল বৈঠকের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “ভারতীয় ভূ-খণ্ডে কোনও চিনের আগ্রাসন হয়নি। দেশের সীমান্ত কেউ লঙ্ঘন করতে পারেনি। কোনও পোস্টও দখল করেনি চিন। হ্যাঁ, আমাদের ২০ জন জওয়ান শহিদ হয়েছেন। কিন্তু ভারতমাতার দিকে যাঁরা চোখ তুলে তাকানোর সাহস করেছিল, তাদের উচিত শিক্ষা দেওয়া হয়েছে।” মোদীর মন্তব্যের পরই তা নিয়ে শুরু হয়ে যায় বিতর্ক। প্রশ্ন ওঠে, কেউ যদি সীমান্ত পেরিয়ে না-ই এসে থাকে, তবে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যু হল কীভাবে? প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে বিতর্ক শুরু হতেই তার ব্যাখ্যা দেয় প্রধানমন্ত্রীর দফতর। এক বিবৃতি জারি করে জানানো হয়, অসৎ উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করার চেষ্টা করা হচ্ছে।

সোমবার এক বিবৃতি জারি করে মনমোহন সিং বলেছেন, “নিজেকে ঢাকতে মিথ্যে বলছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর উচিত নিচের শব্দচয়ন নিয়ে সতর্ক হওয়া। চিনের অবস্থান নিয়ে কোনও বিভ্রান্তি ছড়ানো প্রধানমন্ত্রীর উচিত নয়।”

চিনা হুমকি মোকাবিলায় জাতি ও দেশের সংঘবদ্ধ হওয়ার এটাই সেরা সময় বলে মনে করেন ভারতের দু’বারের প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিং। তাঁর মতে, ‘আমরা সরকারকে মনে করিয়ে দিতে চাই, ভুল তথ্য কখনই কূটনীতি ও নির্ণায়ক নেতৃত্বের বিকল্প হতে পারে না। মিথ্যা বিবৃতি দিয়ে কখনই সত্যকে চেপে রাখা যায় না। সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই। সত্যকে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের সুরক্ষা নিশ্চিৎ করতে গিয়ে নিহত কর্নেল বি সন্তোষ বাবু সহ মৃত সব সেনাকর্মীদের প্রতি যেন ন্যায্য বিচার হয়।’

আরও পড়ুন: রাশিয়া যাওয়ার আগে চিন সীমান্ত পরিস্থিতি নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করলেন রাজনাথ সিং

Gmail 4

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest