ওয়েব ডেস্ক: করোনা সংকটের মাঝেই গোটা বিশ্বের ইসলাম ধর্মাবলম্বী মানুষজন পবিত্র রমজান পালনের জন্য প্রস্তুত। বৃহস্পতিবারই ভারতের দুই রাজ্য কেরল ও কর্ণাটকে রমজানের চাঁদ দেখা গিয়েছে, তাই আজ থেকেই এই দুই রাজ্যে শুরু হয়ে গিয়েছে মাহে রমজান।রমজানের এই শুভারম্ভের মূহূর্তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন সোনম কাপুর, অমিতাভ বচ্চন, হুমা কুরেশিরা।
Ramadan is almost here!Praying for everyone in these difficult times.Compassion, service&support for one another is the need of the hour & a special dua for those fighting for us at the frontlines of this pandemic ❤️🙏🏻 Everyone please stay at home and stay safe ! Pray from Home pic.twitter.com/vgO586MJVY
— Huma S Qureshi (@humasqureshi) April 23, 2020
অভিনেত্রী হুমা কুরেশি টুইট বার্তায় অনুরাগীদের রমজানের শুভেচ্ছা জানিয়েছে লিখেছেন, ‘এই মহামারীর বিরুদ্ধে একদম প্রথম সারিতে দাঁড়িয়ে যাঁরা যুদ্ধ করছে, সেইসব মানুষগুলোর জন্য দোয়া করুন’।
View this post on InstagramRamadan Mubarak .. peace and love on this auspicious occasion ..
A post shared by Amitabh Bachchan (@amitabhbachchan) on
রমজান করিমের শুভেচ্ছা বিনিময় করে নিয়েছেন শাহেনশা অমিতাভ বচ্চনও। এদিন একটি পুরোনো ফিল্মের ছবি পোস্ট করে বিগ বি লেখেন, ‘রমজান মুবারক… শান্তি এবং ভালোবাসা জানাই এই পবিত্র উত্সবে’।
Ramzaan Mubaarak! Be safe. मैं भी घरपे ही हूँ । कल परसों शायद अगर पेर्मिशन मिली तो निकलूँगा थोड़ा राशन का समान पोहोचाने । अगर नहीं तो भी ठीक है। Taking all safety measures even while stepping out. #Ramzaan pic.twitter.com/k7r3DXudvb
— Ali Fazal M / میر علی فضل / अली (@alifazal9) April 23, 2020
রমজানেও ঘরে থেকেই প্রার্থনা করার আর্জি জানালেন অভিনেতা আলি ফজল। এদিন টুইটারে একটি ভিডিয়ো পোস্ট করে রমজান করিমের শুভেচ্ছা জানান আলি।
আরও পড়ুন: Ramadan 2020: রইল কিছু শুভেচ্ছা মেসেজ, যা পাঠাতে পারবেন প্রিয়জনদের
রমজান উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বলিউড নায়িকা সোনম কাপুর আহুজা। জোয়া ফ্যাক্টর তারকা এদিন নিজের একটি সাদা-কালো ছবি পোস্ট করে একদম দেশি অবতারে সামনে এলেন। ছবির ক্যাপশনে অভিনেত্রী লেখেন, ‘সকল ভাই-বোনেদের জানাই রমজান মুবারক’।
The Azaan ( Azan / Adhan ) recited by me. #Ramadan Kareem! 🤲📿💖 pic.twitter.com/aVXXKZKFS3
— Adnan Sami (@AdnanSamiLive) April 24, 2020
অন্যরকম ভাবে শুভেচ্ছা জানিয়েছেন গায়ক আদনান সামি। আজান দিয়ে রমজানের আগমনের বার্তা দিয়েছেন তিনি।
শুভেচ্ছা জানিয়েছেন কারিনা কাপুর খান ও।
আরও পড়ুন: Ramadan 2020: রোজা, ঈদ ও চাঁদ দেখা সম্পর্কে কিছু কথা