Is it possible to talk so much even after seeing the legs of the girls?

জ্যোতিষ বিশ্বাস : মেয়েদের পা দেখেও কি এত কথা বলে দেওয়া সম্ভব ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আমরা শরীরের নানা অংশের বিচার করে থাকি এবং তা থেকে মেয়েদের ভাগ্যের বিচার করি। যেমন হাত, চোখ, ঠোঁট, কপাল প্রভৃতি। কিন্তু একথাও সত্যি যে, পা দেখেও একটি মেয়ের সম্পর্কে অনেক কিছু বলা যায়। মেয়েদের পায়ের গঠন সম্পর্কে দেখে নেওয়া যাক।

  1. যে সকল মেয়ের পায়ের বুড়ো আঙুলের থেকে পাশের আঙুলটি আকারে একটু বড় হয় সে সব মেয়েরা খুব ভাগ্যবতী হয় এবং তাদের দাম্পত্য জীবন খুব সুখের হয়।
  2.  যে মেয়েদের পায়ের পাতা খুব মসৃণ বা নরম এবং পায়ের রং হালকা গোলাপি হয়, তারা জীবনে সুখী হয় ঠিকই কিন্তু মাঝে মাঝে দুর্দশায় ভুগতে হয়।
  3.  যাদের পায়ের নখ গোলাকার এবং খুব মসৃণ ও হালকা গোলাপি আভা যুক্ত হয়, তাদের সুখের সঙ্গে সমৃদ্ধিও থাকবে। কিন্তু যদি নখের আকার কালো ও ভাঙা থাকে, সে নারীর ভাগ্য ঠিক উল্টো হয়।
  4.  যে মেয়েদের কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না, তাদের জন্য পরিবারের মানুষদের লজ্জায় পড়তে হতে পারে। তা ছাড়া তাদের স্বামীর অন্য নারীর প্রেমে পড়ার আশঙ্কা থাকে।
  5.  যে মেয়েদের পায়ের তলদেশ সমান নয় তারা খুব জটিল স্বভাবের হয়ে থাকে।
  6.  যাদের পায়ের বুড়ো আঙুল একটু বেশি ছোট আকারের হয় তাদের আয়ু সাধারণত একটু কম হয়।
  7.  যে মেয়েদের গোড়ালি একটু বেশি প্রশস্থ বা দৃঢ় হয় এবং গোড়ালি উঁচু থাকে তারা সাধারণত দুশ্চরিত্রা হয়ে থাকে।
  8. যে মেয়েদের কনিষ্ঠ আঙুল মাটি স্পর্শ করে না, তাদের জন্য পরিবারের মানুষদের লজ্জায় পড়তে হতে পারে। তা ছাড়া তাদের স্বামীর অন্য নারীর প্রেমে পড়ার আশঙ্কা থাকে।
  9.  যে মেয়েদের পায়ের তলদেশ সমান নয় তারা খুব জটিল স্বভাবের হয়ে থাকে।
  10.  যাদের পায়ের বুড়ো আঙুল একটু বেশি ছোট আকারের হয় তাদের আয়ু সাধারণত একটু কম হয়।
  11. যে মেয়েদের গোড়ালি একটু বেশি প্রশস্থ বা দৃঢ় হয় এবং গোড়ালি উঁচু থাকে তারা সাধারণত দুশ্চরিত্রা হয়ে থাকে।

আরও পড়ুন : ভাইয়ের হাতে রাখি পরানোর কোন সময় শুভ জানেন কি ?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest