নেটে ছয়জন বোলারকে নকল করলেন বুমরাহ, দেখুন ভাইরাল ভিডিও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইপিএল মানেই ক্রিকেটপ্রেমীদের জন্য মজার মজার সারপ্রাইজ। তাই তো গোটা বছরটাই তাঁরা অপেক্ষায় থাকেন এই জমজমাট কুড়ি-বিশের লড়াইয়ের। এবার করোনা আবহেই শুরু হচ্ছে আইপিএল। কিন্তু উত্তেজনায় এতটুকু ভাটা পড়েনি। আর সারপ্রাইজ দিতেও ভুল হচ্ছে না ক্রিকেটারদের। এই যেমন জশপ্রীত বুমরাহকেই (Jasprit Bumrah) ধরুন। নেট প্র্যাকটিসে নেমে রীতিমতো ভেলকি দেখালেন তিনি। যা অবাক করে দিয়েছে সকলকেই। তিনিই এখন নেটদুনিয়ার চর্চার কেন্দ্রে।

আরও পড়ুন: IPL 2020: মুক্তি পেল থিম সং, নয়া হেয়ারস্টাইলে প্রোমো ভিডিয়ো মাতালেন প্রিয়াঙ্কা

সোমবার মুম্বই ইন্ডিয়ান্স একটি ভিডিয়ো পোস্ট করেছে। তার ক্যাপশনে লেখা,‘‘ যে ছয় বোলারের বোলিং অ্যাকশন নকল করলেন বুমরা তাঁদের নাম বলুন?’’এর পরেও ছিল বোনাস রাউন্ড। সেই রাউন্ডে বুমরার বোলিং অ্যাকশনে বল করেন মুম্বই ইন্ডিয়ান্সের এক ক্রিকেটার।

পোস্ট করা সেই ভিডিয়ো দেখে অনেকেই মুনাফ পটেল, গ্লেন ম্যাকগ্রা, মিচেল স্টার্ক, কেদার যাদব, শ্রেয়াস গোপাল ও অনিল কুম্বলের কথা বলেন। বুমরা যাঁদের অনুকরণ করেছেন, তাঁদের নাম অবশ্য পরে জানিয়ে দেয় মুম্বই ইন্ডিয়ান্স। তাঁরা হলেন, গ্লেন ম্যাকগ্রা, আশিস নেহরা, কেদার যাদব, রশিদ খান ও অনিল কুম্বলে।

এর আগেও বুমরাহ  ভারতীয় দলের প্র্যাকটিসে বাঁহাতে স্পিন ও পেস বোলিং করেছিলেন। সেই বোলিং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন আকাশ চোপড়া। এবার অবশ্য মুম্বই ইন্ডিয়ানসের হ্যান্ডেল বুমরাহর রসিকতা মানুষের সঙ্গে ভাগ করে নিল।

এবার লাসিথ মালিঙ্গা নেই যিনি গত বার মুম্বইকে আইপিএল জিতিয়েছিলেন। তাই পুরো দায়িত্ব বোলিং বিভাগের কার্যত বুমরাহর ওপর। কোভিডের আগে ভারত যে শেষ সিরিজ খেলেছিল, সেই নিউ জিল্যান্ডে বিশেষ দাগ কাটতে পারেননি বুমরাহ। সেই কারণে কিছুটা হলেও চাপ থাকবে তাঁর ওপর। কিন্তু এটা ভালো সেই চাপে কাবু না হয়ে গিয়ে বায়ো সিকিওর বাবলে সময়টা উপভোগ করছেন বুমরাহ। আইপিলে মুম্বইয়ের প্রথম ম্যাচ ১৯ সেপ্টেম্বর চেন্নাইয়ের বিরুদ্ধে।

আরও পড়ুন: রুমে মেয়ে এনে ফুর্তি! কোভিড প্রোটোকল ভেঙে ইংল্যান্ড দল থেকে বাদ গ্রিনউড-ফোডেন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest