Copa America: ভেনেজুয়েলাকে ৩-০ গোলে নাস্তানাবুদ নেইমারদের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ব্রাসিলিয়ায় ভেনেজুয়েলার বিরুদ্ধে ব্রাজিলের ম্যাচ দিয়ে এইবারের কোপা আমেরিকা টুর্নামেন্ট শুরু হল। নিজেদের খেতাব ধরে রাখার লক্ষ্যে ফের ঘরের মাঠে কোপার আসরে প্রথম ম্যাচেই সহজ জয় পেল সেলেসাও। ৩-০ গোলে ভেনেজুয়েলাকে উড়িয়ে দিল তাঁরা, সৌজন্যে সেই নেইমার।

ম্যাচের প্রথমার্ধে মাঝামাঝি ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন মার্কুইনহোস। বক্সের মধ্যে ব্যাক-হিল করেছিলেন। তা বিপক্ষ ডিফেন্ডারদের এড়িয়ে জালে জড়িয়ে যায়। দ্বিতীয়ার্ধে ব্রাজিলের হয়ে ব্যবধান বাড়ান নেইমার। বক্সের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল দানিলোকে। পেনাল্টি থেকে ২-০ করেন নেমার। ব্রাজিলের তৃতীয় গোল গ্যাব্রিয়েল বার্বোসার। নেইমার ক্রস বুকে নামিয়ে গোল করেন তিনি।

আরও পড়ুন: বায়ার্ন মিউনিখে পাড়ি সালকিয়ার শুভ পালের, ‘দেশের গর্বের মুহূর্ত’- শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

কোভিডে এমনিতেই বিধ্বস্ত ব্রাজিল। প্রতিযোগিতা আয়োজন নিয়েও বিস্তর টালবাহানা হয়েছে। সেখানে প্রথম ম্যাচ জিততে পেরে খুশি অধিনায়ক কাসেমিরো। বলেছেন, “এই জার্সিটার ওজন বড্ড বেশি। ফ্রেন্ডলি, কোপা আমেরিকা, যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে, বিশ্বকাপ যা-ই হোক না কেন, আমরা জিততেই মাঠে নামি। এই জার্সির সম্মান রক্ষা করা আমাদের কর্তব্য।”

৩-০ সহজ জয় পেলেও ব্রাজিল নিজেদের সুযোগগুলি কাজে লাগাতে পারলে, জয়ের ব্যবধান আরও বেশি হতেই পারত। এই জয়ের সুবাদে টানা আট ম্যাচ জিতল তিতের ব্রাজিল, যার মধ্যে সাতটিতেই প্রতিপক্ষ তাঁদের রক্ষণ ভেঙে গোল করতে ব্যর্থ হয়েছে। পরের ম্যাচে পেরুর মুখোমুখি হবে ব্রাজিল দল। ভেনেজুয়েলা ওই দিন খেলবে কলম্বিয়ার বিপক্ষে।

আরও পড়ুন: EURO 2020: রুদ্ধশ্বাস ম্যাচে জয়, ইউক্রেনকে ৩-২ গোলে হারিয়ে শেষ হাসি হাসল ডাচরাই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest