Kamalpreet Kaur in the Discus Throw final, countrymen hoping for a medal

Tokyo2020: ডিসকাস থ্রোর ফাইনালে কমলপ্রীত কৌর,পদকের আশায় দেশবাসী

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

তিরন্দাজিতে প্রি-‌কোয়ার্টার ফাইনাল থেকে অতনু দাসের ছিটকে যাওয়া নিয়ে খারাপ লাগা রয়েছে। তবে এদিন অলিম্পিকে সাফল্যও এসেছে ভারতের ঘরে। মহিলাদের ডিসকাস থ্রো ফাইনালে পৌঁছে গেলেন ভারতের কমলপ্রীত কৌর। ৬৪ মিটার দূরে দুর্দান্ত ডিসকাস ছুঁড়ে সরাসরি ফাইনালের টিকিট পেয়ে গেলেন কমলপ্রীত কৌর। এবারের টোকিও অলিম্পিকেই ডেবিউ হয়েছে কমলপ্রীতের। কিন্তু ডেবিউতেই সবাইকে চমকে দিচ্ছেন কমলপ্রীত।

আরও পড়ুন : ২ মাস অন্তর দিল্লি-যাত্রা, জোট-পরিকল্পনা করেই বাংলায় ফিরছেন তৃণমূল নেত্রী!

কমলপ্রীতের ফাইনালে ওঠার খবরে পদকের স্বপ্ন দেখছে ভারতবাসী। এর পাশাপাশি তৃতীয় বারের চেষ্টায় নিজের সেরা থ্রো দিয়ে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সান্দ্রা পারকোভিকসের ৬৩.৭৫ মিটারের থ্রোকে টেক্কা দিলেন কমলপ্রীত কৌর। তবে ডিসকাসে কমলপ্রীতের সাফল্যের দিনে ব্যর্থতার খবরও রয়েছে,  ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছতে ব্যর্থ হলেন সীমা পুনিয়া।

মহিলা ডিস্কাস যোগ্যতায় ভারত

কমলপ্রীত কৌর: ৬০.২৯ মি, ৬৩.৯৭ মি, ৬৪ মি – দ্বিতীয় স্থানে শেষ

সীমা পুনিয়া: ফাউল, ৬০.৫৭ মি, ৫৮.৯৩ মি – ১৬ তম স্থানে শেষ

এদিকে, কমলপ্রীতের প্রতিমা এবং ৪ বারের অলিম্পিয়ান সীমা পুনিয়া ৬০.৫৭ মিটারের থ্রো করে ১২ তম স্থান অর্জন করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করতে ব্যর্থ হন।

আরও পড়ুন : অসমের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু করল মিজোরাম পুলিশ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest