Smriti Mandhana took the team to the final of The Hundred with a stormy half-century

ঝোড়ো হাফ-সেঞ্চুরি করে দলকে The Hundred-এর ফাইনালে তুললেন স্মৃতি মন্ধনা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইসিবির ১০০ বলের নতুন টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে বজায় রইল ভারতীয়দের দাপট। এবার ব্যাট হাতে অবিশ্বাস্য ইনিংসে সাদার্ন ব্রেভকে টুর্নামেন্টের ফাইনালে তুললেন স্মৃতি মন্ধনা। সাউদাম্পটনে ওয়েলস ফায়ারের বিরুদ্ধে ঝোড়া হাফ-সেঞ্চুরি করেন ভারতীয় ওপেনার।

টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ওয়েলস ফায়ার। সাদার্ন ব্রেভ নির্ধারিত ১০০ বলে ৩ উইকেটের বিনিময়ে ১৬৬ রান তোলে। স্মৃতি মন্ধনা ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। তিনি শেষমেশ ৭টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৫২ বলে ৭৮ রান করে সাজঘরে ফেরেন।

অপর ওপেনার ড্যানি ওয়াট ৮টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৫৩ রান করে আউট হন। ১৩ বলে ২৩ রান করে অপরাজিত থাকেন সোফিয়া ডাঙ্কলি। ২টি উইকেট নেন হেইলি ম্যাথিউজ।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড Shakib-এর,বহু পিছনে রইলেন রাসেল-জাদেজারা

জবাবে ব্যাট করতে নেমে ওয়েলস ফায়ার ৪ উইকেটে ১২৭ রানে আটকে যায়। ব্রিয়নি স্মিথ ৩৩, ম্যাথিউজ ১৮, জর্জিয়া অপরাজিত ৩৫ ও সোফি লাফ অপরাজিত ৩০ রান করেন।

৩৯ রানের বড় জয়ের সুবাদে ৭ ম্যাচে সাদার্ন ব্রেভের সংগৃহীত পয়েন্ট দাঁড়ায় ১২। ৬টি ম্যাচ জিতে তারা বাকিদের ধরা-ছোঁয়ার বাইরে চলে যায়। লিগ টেবিলের শীর্ষস্থান নিশ্চিত হতেই সরাসরি ফাইনালের টিকিট হাতে পেয়ে যায় সাদার্ন ব্রেভ। ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন মন্ধনা।

উল্লেখযোগ্য বিষয় হল, স্মৃতির এদিনের ৭৮ রানের আগ্রাসী ইনিংসটি এখনও পর্যন্ত টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। ওয়েলস ফায়ারের বিরুদ্ধে জেমিমা রডরিগেজের অপরাজিত ৯২ রানের ইনিংসটি টুর্নামেন্টে এখনও পর্যন্ত সর্বোচ্চ। এই নিরিখে তিন নম্বরে রয়েছেন আরও এক ভারতীয় তারকা। কাকতলীয়ভাবে ওয়েলস ফায়ারের বিরুদ্ধেই শেফালি বর্মা করেছেন অপরাজিত ৭৬ রান।

আরও পড়ুন: ICC Ranking: ওয়ান ডে’র পাশাপাশি এখন বিশ্বের সেরা T20 অল-রাউন্ডার শাকিব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest