লকডাউন তুলতে এখনই রাজি নয় রাজ্য, চলবে না লোকাল ট্রেনও! দিল্লিকে জানাল নবান্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

কলকাতা: এখনও লকডাউন তোলার পক্ষে নয় রাজ্য সরকার। কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে ভিডিও কনফারেন্সে জানালেন মুখ্যসচিব রাজীব সিনহা। রাজ্য সরকার মনে করছে, এখনই লকডাউন তুললে বাড়তে পারে সংক্রমণ। পাশাপাশি, রাজ্য যে এখনই লোকাল ট্রেন চালাতে রাজি নয়, তাও স্পষ্টভাবে জানানো হয়েছে।

বৃহস্পতিবার কেন্দ্রীয় ক্যাবিনেট সচিব রাজীব গৌবার সঙ্গে রাজ্যগুলির মুখ্যসচিবদের ভিডিয়ো কনফারেন্সিং ছিল। সেখানে লকডাউন প্রত্যাহার নিয়ে রাজ্যগুলির মত জানতে চান কেন্দ্রীয় সচিব। তখন রাজীববাবু জানান, বর্তমান পরিস্থিতিতে লকডাউন প্রত্যাহার সমীচিন হবে না বলে মনে করছে না পশ্চিমবঙ্গ সরকার। লোকাল ট্রেন চালানোও উচিত নয়। লোকাল ট্রেনে কোনও মতেই সোশ্যাল ডিসট্যান্সিং বজায় রাখা সম্ভব নয়। ফলে সংক্রমণ ছড়াবে দ্রুত হারে। তবে লকডাউন আরও কিছুটা শিথিল করা যেতে পারে বলে জানিয়েছেন তিনি। 

আরও পড়ুন: স্বচ্ছ পিপিই-র নীচে দৃশ্যমান অন্তর্বাস, পুরুষ ওয়ার্ডে কর্মরত নার্সের পোশাকে বিতর্ক

বলে রাখি, লকডাউন শুরু হওয়ার পর থেকে বন্ধ লোকাল ট্রেন চলাচল। যার জেরে কলকাতায় রুজিরুটির সন্ধানে আসতে পারছেন না শহরতলির মানুষ। দীর্ঘদিন ধরে কর্মহীন হয়ে থাকায় অনেকের জমানো পুঁজিও শেষ। ফলে স্থানীয় ভাবে বিকল্প পেশা খুঁজে বার করতে হচ্ছে তাদের। কেউ সবজি বা কেউ মুরগির মাংস বিক্রি করছেন। কেউ কেউ মাছ বিক্রিকে পেশা হিসাবে বেছে নিয়েছেন। 

লকডাউন উঠলে এইসব মানুষরা ফের কলকাতামুখো হবেন। তাতে যেমন ট্রেনের ভিতরে সংক্রমণের সম্ভাবনা রয়েছে তেমন কলকাতা ও শহরতলি থেকে সংক্রমণ ছড়াতে পারে গ্রাম ও মফস্বলে। 

আরও পড়ুন: ট্রাম্পের দেশে করোনা-মৃত্যু ছাড়াল ১ লাখ, কোরিয়া-ভিয়েতনাম যুদ্ধেও যায়নি এত প্রাণ

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest