Live: তসরের পাঞ্জাবি পরে অনলাইনে কলকাতার দুর্গাপুজো উদ্বোধন মোদীর, ধুতি-শাড়িতে সেজেছে বঙ্গ বিজেপি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনাভাইরাস অতিমারি পরিস্থিতিতেই শুরু হচ্ছে দুর্গাপুজো। ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে কলকাতার পুজোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন ১২ টা নাগাদ বাবুল সুপ্রিয়োর গান দিয়ে অনুষ্ঠান শুরুর পরই বক্তৃতা শুরু করেন মোদী। বাংলায় বাংলার মানুষকে পুজোর অভিনন্দন জানান তিনি। বলেন, ‘আপনাদের উৎসাহ দেখে মনে হচ্ছে দিল্লি নয় কলকাতায় আছি। মনে হচ্ছে বাংলার মধ্যে রয়েছি।’

মোদীর পুজো উদ্বোধনকে কেন্দ্র করেই আজ সকাল থেকেই সরগরম ইজেডসিসিস চত্বর। হলে সমাগম হয়েছে ছোট-বড় বহু নেতার। দলীয় নির্দেশে সকলেরই পরণে ধুতি পাঞ্জাবি। মেয়েরা পরেছেন লাল পাড় সাদা শাড়ি। ইজেডসিসিতে রয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অরবিন্দ মেনন, কৈলাস বিজয়বর্গীয়রা।

dilip3

আরও পড়ুন: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী অধীর, কেবল জোট নয় ,অন্তত ১৫০ আসন চাইবে কংগ্রেস !

এদিন প্রধানমন্ত্রীকে দেখা গেল তসরের পাঞ্জাবিতে বাঙালির উদ্দেশে মন কি বাত বলতে। বোধনে জেলাগুলিতেও ভার্চুয়াল পরিক্রমা করছেন তিনি।সূত্রের খবর মোদীর জন্য সাদা পাঞ্জাবি গিয়েছে কলকাতা থেকেই। নিয়ে গিয়েছেন বাবুল সুপ্রিয়। অনুষ্ঠান শুরু হয়েছে বাবুল সুপ্রিয়র রবীন্দ্রসঙ্গীত দিয়েই।

বিজেপি সূত্রে খবর ১০টি জেলায় পুজো পরিক্রমা করবেন নরেন্দ্র মোদী। বারাসাত বা সল্টলেকের ইজেডসিসির পুজোর পাশাপাশি তালিকায় রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি পুজো। দিল্লি থেকে টেকনিশিয়ানরা এসে সেই স্ট্রিমিংয়ের ব্যবস্থা করছেন।

আরও পড়ুন: আচমকাই সল্টলেকে গোর্খা ভবনে বিমল গুরুং,ভোল বদলে ধরলেন দিদির হাত

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest